অপরাধ

ভৈরবে দশ ভরি ওজনের চোরাই স্বর্ণালংকার উদ্ধার ॥ আটক ২

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের ভৈরবে দশ ভরি ওজনের চোরাই স্বর্ণাংকারসহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার দুপুরে শহরের স্বর্ণ পট্টিতে অভিযান চালিয়ে শ্রী লক্ষ্মী স্বর্ণ শিল্পালয় থেকে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের ২৭ জুন যশোরে চুরি হওয়া ৩৭ ভরি স্বর্ণের একটি চালান ভৈরবে বিক্রি করে চক্রটি। ফলে এসব স্বর্ণ উদ্ধারের দায়িত্ব পায় যশোর জেলা গোয়েন্দা পুলিশ। পরে পুলিশের জালে চোর চক্রের এক সদস্য ধরা পড়ে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ভৈরবে আসে গোয়েন্দা পুলিশের একটি দল। ভৈরব থানা পুলিশের সহযোগিতায় তারা শহরের স্বর্ণ পট্টিতে অভিযান চালিয়ে শ্রী লক্ষ্মী স্বর্ণ শিল্পালয় থেকে দশ ভরি ওজনের চোরাই স্বর্ণালংকার উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রুবেল ও নেপাল নামে দু’জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। নেপালের বাড়ি ভৈরবে এবং রুবেলের বাড়ী কুমিল্লায় জেলায় বলে জানায় পুলিশ। এছাড়াও চোরাই স্বর্ণ উদ্ধারের খবরে স্বর্ণালংকার তৈরি ও বেচা-কেনার সাথে জড়িত শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় মালিকরা।

চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ ২ জনকে অঅকের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *