জাতীয়

আন্তর্জাতিক ভ্রমনে বাংলাদেশ পাসপোর্টের একধাপ উন্নতি হলো

মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্):
বাংলাদেশ পাসপোর্ট এক ধাপ এগিয়ে ১০০ তম অবস্থানে উন্নীত হয়েছে। এখন থেকে বাংলাদেশের পাসপোর্ট ধারীরা আগাম ভিসা ছাড়াই ৪১টি দেশ ভ্রমণ করতে পারবেন। গত মাসের মাজামাজি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ্য করা হয়েছে। এক যুগেরও বেশী সময় যাবৎ এবিষয়ে গভেষনাও সূচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা দ্যা হ্যানলি এ্যান্ড পার্টনারস। সংস্থাটির এবারের তালিকায় মোট ১শ ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম স্থানে। এরার বাংলাদেশের সঙ্গে লেবানন ও সুদান রয়েছে। উল্লেখ্য যে, সেনা অভ্যুত্থানের পরও মিয়ানমারের অবস্থান ৯৪তম স্থানে। এদেশের নাগরিকরা বিনা ভিসায় ৪৭টি দেশ ভ্রমন করতে পারে। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের অবস্থান ৬০তম, ভারত ৮৪তম, ভূটান ৮৯তম, শ্রীলংকা ৯৯তম, এবং উত্তর কোরিয়ার অবস্থান ১০২তম। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের পর সিংগাপুরের। তৃতীয় অবস্থানে রয়েছে যৌথভাবে দক্ষিণ কোরিয়া ও জার্মানী। কোন দেশের পাসপোর্ট নিয়ে আগাম ভিসা ছাড়া কত দেশে যাওয়া যায় সেইটার উপর ভিত্তি করেই এ সূচক প্রকাশ করে থাকে ঐসংস্থাটি। সাম্প্রতিক পৃথিবীব্যাপী নভেল করোনার কারণে বিভিন্ন দেশে প্রবেশের বিধিনিষেধ বিষয়টি আমলে নেয়নি উক্ত সংস্থাটি। বছর জুড়েই এবিষয়ে হালহাগাদ করে থাকে দ্যা হ্যানলি এন্ড পার্টনারস। এ সংবাদটি গত এপ্রিলের ১৬ তারিখ আমাদের সময় সহ একাধিক দৈনিকে প্রকাশিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *