Featured জীবনযাপন

সময়ের দাবীঃ- পুলিশের জন্য ওভারটাইম ভাতা প্রদান প্রসঙ্গে

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ):

বাংলাদেশ পুলিশ দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অপরাধ দমন, মাদক নির্মূল, শান্তি শৃঙ্খলা রক্ষা তথা দুষ্টের দমন ও শিষ্টের পালনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছেন। দিনে রাতে ২৪ ঘন্টাই পুলিশকে থানা, ফাঁড়িসহ রাস্তাঘাটে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রনসহ বিভিন্ন কার্যক্রমে তৎপর দেখা যায়। প্রসঙ্গত বলা বাহুল্য বাংলাদেশের প্রায় সকল দপ্তরেই সরকারি চাকরিজীবীরা শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি উপভোগ করে থাকেন কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা সেই সাপ্তাহিক ছুটি উপভোগ করতে পারেন না। এমনকি এ রুটেশনে অন্যান্য বার মিলিয়েও তারা সেই ছুটি উপভোগ করতে পারেন না। কারণ এ কার্যক্রমে এই রুটেশনে সাপ্তাহিক ছুটি উপভোগ করতে হলে সরকারি বিভাগীয় নীতিমালা ও সিদ্ধান্ত প্রয়োজন। এছাড়া বিভিন্ন ঈদ, পূজা পার্বন ও অন্যান্য ছুটিও সকল পুলিশ সদস্য এবং কর্মকর্তা কর্মচারীগণ একসঙ্গে উপভোগ করতে পারেন না। এমনকি সাপ্তাহিক ছুটির দিনগুলো সহ অন্যান্য ছুটির দিনগুলোতেও পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা সংক্রান্ত কাজকর্ম ক্ষেত্র বিশেষে বৃদ্ধি পায়। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, পাবনা, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, বাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা সমূহ সহ ৬৪টি জেলার ৬শ ৫২টি থানা এলাকা সমূহে পুলিশ কার্যক্রমে উল্লেখিত পুলিশ কার্যক্রম পরিলক্ষিত। তাই সাপ্তাহিক দুইদিন ছুটি সহ অন্যান্য সরকারি ছুটি যেগুলো পুলিশ উপভোগ না করে সরকারিভাবে কাজে নিয়োজিত থাকে তার বিপরীতে বাংলাদেশ পুলিশের সদস্য ও কর্মকর্তাদের ওভারটাইম ভাতা প্রদান করা এখন সময়ের দাবী। কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও পুলিশের অতিরিক্ত সময়ে কাজের জন্য ওভারটাইম ভাতা প্রদান করা হচ্ছে। ভারতের নাগরিকদের মাথাপিছু আয়কে ২০২০ সালে বাংলাদেশের নাগরিকগণ অতিক্রম করিয়াছেন। কিন্তু বাংলাদেশ পুলিশের ওভারটাইম ভাতা এখনো চালু হয়নি। যা এখন সময়ের দাবী। প্রকাশ থাকে যে, যেখানে সরকারি বিভিন্ন দপ্তরে চাকরিজীবীরা কার্য দিবসগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের অফিস কার্যক্রম করে থাকেন কিন্তু পুলিশের সংশ্লিষ্ট কার্যক্রমে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাজনিত কাজকর্ম অন্যান্য সরকারি চাকরিজীবীদের পূর্বেই সকাল ৮ ঘটিকা থেকে শুরু হয় এবং বিকাল ৫ ঘটিকার পরও থানা-ফাঁড়িগুলোতে পুলিশের কার্যক্রম রাত ১০টা-১১টা পর্যন্ত চলমান থাকে। পরবর্তীতে আবার রাতেও পুলিশের কর্মতৎপরতা থানা-ফাঁড়ি সহ রাস্তাঘাটে টহল কার্যক্রম চলতে থাকে বিধায় অন্তত সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনগুলোতে কার্যক্রমের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে ওভারটাইম ভাতা প্রদান করা অপরিহার্য। যা পুলিশের বৈধ উপার্জন ও সমৃদ্ধিতে সহায়ক হবে। যাতে করে পুলিশ সদস্যরা অন্যান্য সরকারি চাকরিজীবী অফিসের কর্মঘন্টার আগে পরে সুবিধাজনক ও লাভজনক পেশার সাথে যুক্ত থেকে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারে তাদের সাথে পুলিশের বৈধ উপার্জনের একটি ভারসাম্য তৈরী হবে এবং বাংলাদেশ পুলিশের সদস্য ও কর্মচারীদের অনৈতিক উপার্জন থেকে বের করে আনার একটি উপায় হতে পারে। যা চ‚ড়ান্তভাবে এদেশের নাগরিকদের সর্বোচ্চ সেবা ও সন্তোষ্টি নিশ্চিত করতে পারে। তাই রাষ্ট্রীয়ভাবে সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষ সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের সময়ের দাবীটি জোর দিয়ে বিবেচনা করা একান্ত প্রয়োজন। -চলবে—-। লেখকঃ দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, দৈনিক নব অভিযানের বিশেষ প্রতিনিধি ও সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ লেখক ও সাংবাদিক সংস্থার সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *