মোঃ শাহনুর, নিজস্ব প্রতিনিধি : আজ ২৪ আগষ্ট নারী আন্দোলনের অগ্রদূত শহীদ আইভি রহমানের ১৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভৈরবে নানা কর্মসূচীর মধ্যদিয়ে এদিনটি পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ৯ টায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মিত আইভি রহমান স্মৃতিস্তম্ভে ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ আল আজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়াও সকাল ১০টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেয় দলীয় ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
২০০৪ সালের ২১আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ঘাতকের ছোঁড়া গ্রেনেডে মারাত্মকভাবে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগষ্ট তিনি মৃত্যুবরণ করেন।
শহীদ আইভি রহমানের এমন আকষ্মিক মৃত্যুতে ভৈরববাসী গভীরভাবে শোকাহত। শোকাহত আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা। তাঁর মৃত্যুর দীর্ঘ ১৪ বছরের সাধারন মানুষের শূন্যস্থান যেন আরো বড় হয়েছে। ভৈরববাসী আইভি রহমান হত্যাসহ গ্রেনেড হামলায় আহত ও নিহত হওয়া নেতাকর্মীদের হত্যাকারীদের বিচারের দাবী জানিয়েছেন বর্তমান সরকারের নিকট।