অপরাধ

ভৈরবে ব্যাপক হারে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

মো: রফিকুল ইসলাম রুবেল, ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত ৩ মার্চ রোজ বৃহস্পতিবার ভৈরব পৌর এলাকার ৩ নং ওয়ার্ড কমলপুর পঞ্চ বটির এলাকায় জনসেবা স্টুডিও মালিক কোকিল ভূঁইয়ার বাসায় থেকে নগদ ৫ লাখ ৫০,০০০ টাকা ও ব্যবসার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোনসেট চুরি হয়। এ ব্যাপারে কোকিল ভূঁইয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি অভিযোগ দাখিল করেন এছাড়াও ২৩/০২/২০২২ তারিখে আনুমানিক ৯টার সময় ভৈরব পৌর জগন্নাথপুর এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি তার বাসার সামনে পৌর রাস্তায় থেকে সঙ্গবদ্ধ চোর চুরি করে নিয়ে যায় তিনিও বাদী হয়ে ভৈরব থানায় একটি অভিযোগ দাখিল করেন। এছাড়া গত কয়েক মাস পূর্বে ভৈরবের রানীবাজার এলাকায় ব্যবসায়ী মনিরুজ্জামান মনির কে মারধর করে তার কাজ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনতাই করা হয়। এ ব‍্যাপারে ও মনিরুজ্জামান বাদী হয়ে আমানুল্লাহ ও চায়না বেগম এর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ভৈরব থানায় অভিযোগ দায়ের করেন যা এখনও তদন্তাধীন রয়েছে বলে জানা যায়। গত কিছুদিন পূর্বে ভৈরব পৌর এলাকার গার্লস স্কুল সংলগ্ন রাস্তায় কয়েকজনকে ছুরিকাঘাত করে ছিনতাই ঘটনা ঘটে বলে জানা যায়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা না নিলে আরো চুরি ও ছিনতাই বেড়ে যেতে পারে বলে জানায় ভুক্তভোগীরা।

এছাড়াও আজ ৫মার্চ শনিবার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা থেকে ব্যাটারিচালিত মিশুক গাড়ি চুরি করে ভৈরব পৌর শহরের ৩নং ওয়ার্ডের পঞ্চ বটির কাঠেরপুল স্থল এলাকায় আসলে জনতা কর্তিক গাড়িও চোরকে আটক করা হয় কিন্তু চোর সোহেল মিয়া পিতা জিল্লু মিয়া উপজেলা বাজিতপুর আটক করা হলেও থানায় না দিয়ে একটি কুচক্রী মহল ৫০০০ টাকায় রফাদফা করে গাড়ির মালিককে ডেকে এনে গাড়ি ও চোর কে মালিকের জিম্মায় দিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *