নিজস্ব প্রতিনিধি: মাওলানা হাবিবুর রহমান রেজভী (৪০) রেজভীয়া দরবার শরিফের খলিফা। গত ০৭/০৪/২০১৯ ইং তারিখে কটিয়াদি থানায় একটি মামলা হয়, মামলা নং ০২/১০৯ মামলার বাদী মুফতি ইসমাইল হোসেন (৩৫) মুফতি ইসমাইল হোসেনেরর অভিযোগ, মাওলানা হাবিবুর রহমান রেজভী ধর্মীয় অনুভুতিতে আঘাত আনেন, মারপিট এবং ৭.৩০০ টাকা চুরি করেন, যার পেক্ষিতে মামলার ধারা ২৯৮/৩২৩/৩৭৯, এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, হাবিবুর রহমান রেজভী একজন প্রকৃত নবী মোহাম্মদ (সাঃ) প্রেমিক এবং একজন আলেম তিনি নবীজিকে নিয়ে কুটউক্তি করার প্রশ্নই আসেনা, আর চুরি এ ব্যাপারে সবাই বুজে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হুজুরকে হেয়প্রতিপন্ন করছে। এদিকে রেজভীয়া সুন্নি সংগঠন বিভিন্ন ভিডিও বার্তায় হাবিবুর রহমান রেজভীর নিঃশর্ত মুক্তি চাইছেন। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সভাপতি, ইমাম হায়াৎ একটি সোস্যাল মিডিয়াতে একটি কমেন্স হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে ষড়যন্ত্রের নিন্দা জানিয়েছেন। রেজভীয়া দরবারের পক্ষ থেকে মাওলানা নজরুল ইসলাম রেজভী একটি ভিডিও বার্তায় বলেন, হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূন মিথ্যা ও বানোয়াট দায়ের করা মামলা থেকে মুক্তি না দিলে রেজভীয়া ঐক্য পরিষদ কঠোর আন্দোলনে যাবে বলে জানান। তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও জটিকা মিছিল করা হয়, উল্লেখ্য একটি ওয়াজের ভিডিও থেকে, এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে ধর্মপ্রান মুসলমানদের ভুল বোজানো হচ্ছিল, তারই প্রতিবাদে হাবিবুর রহমান রেজভী আরেকটি ভিডিও বার্তা প্রদান করেন। এবং উনার নিজ বাড়িতে যাবার সময় ব্যাক্তিগত শক্রুতার জেরে তাকে বিভিন্ন প্রশ্ন এবং স্থানীয় জনতাকে ভুল বুজিয়ে হাবিবুর রহমান রেজভীর উপর চওড়াও হয়। পরে হাবিবুর রহমান রেজভী পুলিশের সহায়তায় সেখান থেকে বেড়িয়ে এলে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।
Related Articles
‘বঙ্গবন্ধুর আইনি লড়াই’ বইয়ের মোড়ক উন্মোচন
‘বঙ্গবন্ধুর আইনি লড়াই ১৯৩৮-১৯৬৩’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বইটির মোড়ক উন্মোচন করেন। বইটি লিখেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মশিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হলে সঠিক ইতিহাস জানতে হবে। […]
ভৈরবে র্যাবের হাতে ৫৬ কেজি গাজাঁ ও প্রাইভেটকারসহ চালক আটক
মো: শাহনূর, ভৈরব প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ৫৬ কেজি গাজাঁ ও প্রাইভেটকারসহ মোহন মিয়া নামে প্রাইভেটকার চালককে আটক করেছে র্যাব ১৪- ভৈরব ক্যাম্প সদস্যগণ। সে ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়া থানাধিন আজিমপুর গ্রামের আব্দুল খঅলেক মিয়ার ছেলে। আজ সকাল সাড়ে আটটার সময় তাকে ভৈরবপুর উত্তর পাড়া থেকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব […]
পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে দুই পাড়ে জমকালো আয়োজন
স্থানীয় প্রতিনিধি: আর মাত্র ছয় দিন বাকি। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করতে যাচ্ছেন স্বপ্নের পদ্মা সেতু। এ উদ্বোধনকে ঘিরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সরকারের মূল আয়োজন থাকবে পদ্মার দুই পাড়ে। আর আওয়ামী লীগ এবার তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পদ্মা সেতু যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে […]