জাতীয়

ভৈরবের শিমুলকান্দি ব্রীজ থেকে পড়ে এক বাক প্রতিবন্ধী শিশু নিখোঁজের ছয় ঘন্টা পর লাশ উদ্ধার।

জয়নাল আবেদীন রিটন,ভৈরব প্রতিনিধি:
ভৈরবের উপজেলার শিমুলকান্দি ব্রীজের রেলিং থেকে বিকাল সাড়ে ৩টার দিকে রাহিম (১২) নামের এক বাক প্রতিবন্ধী শিশু কোদালকাটি নদীতে পড়ে নিখোঁজ হয়। ঘটনার ছয় ঘন্টা পর ময়মনসিংহ থেকে ডুবুরী দল এসে উদ্ধার তৎপরতা চালিয়ে ৫ মিনিটের মধ্যে ডুবুরীরা নদী থেকে শিশু রাহিমের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। সে শিমুলকান্দি ইউনিয়নের মধ্যারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও তার পিতা জানায় বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ী থেকে দুপুরের খাবার খেয়ে বাহির হয়ে বাড়ীর পাশের শিমুল কান্দি ব্রীজে যায়। রেলিং উঠে বসার সময় অসতর্কতা বসত রেলিং থেকে কোদাল কাটি নদীতে পড়ে নিখোজ হয় সে। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের বাজার ইউনিট ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধারের চেষ্টা চালায়। পড়ে তাবা লাশ উদ্ধার করতে না পেরে ময়মনসিংহ ডুবুরী দলের সহযোগীতা কামনা করে।রাত সাড়ে আটটায় ময়মনসিংহ থেকে ৬ সদস্যের একটি ডুবুরী দল ঘটনা স্থলে পৌছে রাত ৯টা ১০ মিনিটে উদ্ধার তৎপরতা শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই ডুবুরী ইদ্রিস শিশুটির লাশ নিয়ে উপরে ভেসে উঠে। এ সময় শত শত উৎসুক জনতা ব্রীজে ও নদীর তীবে ভীড় জমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *