জাতীয়

ভৈরবে মাটির নিচ থেকে বিয়ার উদ্ধারসহ র‌্যাবের হাতে ১ জন আটক

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥

কিশোরগঞ্জের ভৈরবে ১৩১ক্যান বিয়ারসহ রাহিম রহমান ওরফে শান্ত (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার দিবাগত মধ্যরাতে ভৈরব পৌর শহরের উত্তরপাড়া মনমরা ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাহিম রহমান শান্ত মনমরা ব্রীজ এলাকার ভাড়াটিয়া মোঃ সাত্তার মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানাধীন গৌরিপুরে বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব রাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে আজ শনিবার দিবাগত রাত সোয়া বারটার দিকে ভৈরব পৌর শহরের উত্তরপাড়া মনমরা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে রাহিম রহমান ওরফে শান্ত নামে এক যুবককে আটক করা হয়। এসময় আটককৃত রাহিমের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে মাদকদ্রব্য ৫১ক্যান বিয়ার উদ্ধার করে র‌্যাব সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রাহিমের দেওয়া তথ্যমতে উত্তরপাড়া রেললাইনের পাশে অভিনব কায়দায় মাটির নিচে লুকিয়ে রাখা আরো ৮০ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *