জাতীয়

মাওলানা হাবিবুর রহমান রেজভীর মুক্তির দাবিতে মানব বন্ধন

নিজস্ব প্রতিনিধি: মাওলানা হাবিবুর রহমান রেজভী (৪০) রেজভীয়া দরবার শরিফের খলিফা। গত ০৭/০৪/২০১৯ ইং তারিখে কটিয়াদি থানায় একটি মামলা হয়, মামলা নং ০২/১০৯ মামলার বাদী মুফতি ইসমাইল হোসেন (৩৫) মুফতি ইসমাইল হোসেনেরর অভিযোগ, মাওলানা হাবিবুর রহমান রেজভী ধর্মীয় অনুভুতিতে আঘাত আনেন, মারপিট এবং ৭.৩০০ টাকা চুরি করেন, যার পেক্ষিতে মামলার ধারা ২৯৮/৩২৩/৩৭৯, এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, হাবিবুর রহমান রেজভী একজন প্রকৃত নবী মোহাম্মদ (সাঃ) প্রেমিক এবং একজন আলেম তিনি নবীজিকে নিয়ে কুটউক্তি করার প্রশ্নই আসেনা, আর চুরি এ ব্যাপারে সবাই বুজে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হুজুরকে হেয়প্রতিপন্ন করছে। এদিকে রেজভীয়া সুন্নি সংগঠন বিভিন্ন ভিডিও বার্তায় হাবিবুর রহমান রেজভীর নিঃশর্ত মুক্তি চাইছেন। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সভাপতি, ইমাম হায়াৎ একটি সোস্যাল মিডিয়াতে একটি কমেন্স হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে ষড়যন্ত্রের নিন্দা জানিয়েছেন। রেজভীয়া দরবারের পক্ষ থেকে মাওলানা নজরুল ইসলাম রেজভী একটি ভিডিও বার্তায় বলেন, হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূন মিথ্যা ও বানোয়াট দায়ের করা মামলা থেকে মুক্তি না দিলে রেজভীয়া ঐক্য পরিষদ কঠোর আন্দোলনে যাবে বলে জানান। তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও জটিকা মিছিল করা হয়, উল্লেখ্য একটি ওয়াজের ভিডিও থেকে, এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে ধর্মপ্রান মুসলমানদের ভুল বোজানো হচ্ছিল, তারই প্রতিবাদে হাবিবুর রহমান রেজভী আরেকটি ভিডিও বার্তা প্রদান করেন। এবং উনার নিজ বাড়িতে যাবার সময় ব্যাক্তিগত শক্রুতার জেরে তাকে বিভিন্ন প্রশ্ন এবং স্থানীয় জনতাকে ভুল বুজিয়ে হাবিবুর রহমান রেজভীর উপর চওড়াও হয়। পরে হাবিবুর রহমান রেজভী পুলিশের সহায়তায় সেখান থেকে বেড়িয়ে এলে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *