অপরাধ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মেডিকেল অফিসার নিয়োগে নানা অনিয়ম

সিনিয়র প্রতিনিধি: গত ২২ মার্চ ,২০১৯ স্বনামধন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মেডিকেল অফিসার নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় নানা অভিযোগ ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে । পরীক্ষার পূর্বেই প্রশ্নপত্র ফাঁসের নানা অভিযোগ ওঠে যার ভিত্তিতে সাধারণ পরীক্ষার্থীদের দাবীর মুখে প্রশাসন তদন্তেরও উদ্দোগ নেয় যার তদন্ত রিপোর্ট প্রকাশিত হওয়ার পুর্বেই পূর্ববর্তী বিতর্কিত প্রশ্নপত্রেই পরীক্ষা অনুষ্ঠিত হয়।এমনকি পরীক্ষা চলাকালীন নানা অভিযোগ অনিয়ম ও স্বজনপ্রীতির সত্যতা মিলেছে।উক্ত পরীক্ষায় নানা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং প্রশাসন এর সহযোগিতায় কিছু কিছু আসন এর পূনর্বিন্যাসের ঘটনা ঘটে।এমনকি কিছু কিছু কক্ষে মেডিকেল এর প্রশ্নপত্রে ডেন্টাল এর পরিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে পরীক্ষার প্রায় ১৯ দিন পার হয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি কিন্তু অনেকের কাছেই অপ্রকাশিত ফলাফল এর অনুলিপি পাওয়া গেছে, উক্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় প্রশাসনের উচ্চ পদস্থ ব্যাক্তি যেমন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয় এর ছেলে,পরীক্ষা নিয়ন্ত্রকের মেয়ের জামাতা সহ আরও অনেকে মেধা তালিকায় উপরের দিকে আছে। যা জাতির পিতার নামে বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুনাম ও এই নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *