অপরাধ

ভৈরবে শিশু কিশোররা জড়িয়ে পড়ছে অপরাধ মূলক কর্মকান্ডে

সোহেলুর রহমান , ভৈরব প্রতিনিধি

ভৈরবে শিশু কিশোররাও জড়িয়ে পড়ছে মাদক ,চুরি, ছিনতাই, এমনকি হত্যাকান্ডের মত ঘটনায়ও। দিন দিন এসব কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে চরম আকারে। আশংকায় পড়েছেন অভিবাবকরা। এ সকল অপরাধ মূলক কর্মকান্ডে অনেকাংশে এর মূল কারণ হিসেবে দেখা গেছে মাদকে সংশ্লিষ্ট হয়ে পড়া। এ ছাড়াও অভিবাবকদের অসেচতনতার কারণে শিশ কিশোরদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবনতা। বাবা মায়ের অজান্তে অনেক শিশু কিশোররা ইয়াবা, ফেনসিডিল, গাজাঁ এমনকি নেশা জাতীয় ইনজেক্শানে আসক্ত হয়ে পড়েছে। অপরদিকে অধিকাংশ অভিববাকদের মাঝে শংকা বিরাজ করছে তাদের সন্তানদের নিয়ে। যে সকল শিশু কিশোররা অপরাধের জগতে ঢুকে পড়েছে এদের মধ্যে রয়েছে পথ শিশু, মধ্যবিত্ত পরিবারের সন্তানসহ অভিজাত পরিবারের স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও।

সম্প্রতি দেখা গেছে পথভ্রষ্ট হয়ে পড়া শিশু কিশোররা লেখা পড়া না করে তারা সামাজিক অবক্ষয়ের কারণে মাদক সেবন মাদক পাচারে জড়িয়ে পড়েছে। এরই জের ধরে আবার অনেকেই চুরি ছিনতাই থেকে শূরু করে হত্যাকান্ড পর্যন্ত ঘটিয়ে যাচ্ছে। কেউ কেউ অর্থের লোভে পড়ে কাউকে খুন করতেও দ্বিধা করছেনা। ভৈরবে গত দুই মাসে বেশ কয়েকটি দুর্ধর্ষ চুরি, ছিনতাই ও হত্যাকান্ড ঘটেছে। এসকল ঘটনায় জড়িতদের মধ্যে স্থানীয় প্রশাসনের হাতে আটক হওয়াদের মধ্যে অধিকাংশই শিশু কিশোর রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অপরাধ মূলক কর্মকান্ডে ব্যবহৃত ধারালো দেশিয় অস্ত্রসস্ত্রও কারো কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। আটককৃতদের আইনশৃঙ্খলাবাহিনী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠালেও তারা জেল থেকে বেরিয়েই আবারো ফিরে যাচ্ছে অপরাধ মূলক কর্মকান্ডের সেই অন্ধকার জগতে। তারা যেন বেছেই নিয়েছে এ জগতটাই তাদের জন্য উত্তম। তারা কখনো বুঝতে চায়না এ অন্ধকার জগতই এক সময় তাদের জন্য এমনকি তাদের পরিবারের সবার জন্য অমঙ্গল বয়ে আনবে । তাদের একজনের ভুলের জন্য খেসারত দিতে হবে তাদের পরিবারের সাবইকে। পুরো পরিবারটিকে কলংকের ঘানি টানতে হবে সারা জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *