অপরাধ

ঢাকা অপহরনের ১৫ দিন পর নবাবগঞ্জ থেকে স্কুল ছাত্রী উদ্ধার

ডিএমপি বংশাল থানাধীন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর
ছাত্রীকে অপহরন করার পর ছাত্রীর বাবা মোঃ মির আলমগীর হোসেন বাদী হয়ে
বংশাল থানায় মুহিদুর রহমান (২৭) সহ ৩জনকে অভিযুক্ত করে মামলা নং-১৬,
তারিখ: ০৭-০৭-২০২২ইং মামলা দায়ের করে। উক্ত মামলাটি থানার ওসি আবুল
খায়ের, থানার এসআই তম্ময় সাহাকে তদন্তভার প্রদান করেন। অতপর উপ-
পুলিশ পরিদর্শক তম্ময় সাহা বিভিন্ন সোর্স এবং আধুনিক
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংগীয় অফিসার ও ফোর্সদের নিয়ে
একাধিক উদ্ধার অভিযান চালিয়ে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন মাধবপুর
গ্রাম থেকে অপহৃত স্কুল ছাত্রী আফরিনকে উদ্ধার করেছে এবং একই গ্রাম
থেকে উল্লেখিত মামলার প্রধান আসামী মোঃ মুহিদুর রহমান (২৭) কে

গ্রেফতার করে বিচারের নিমিত্তে কোর্টে সোপর্দ করেছে বলে এ
প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি
ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ট সাংবাদিকতায়
একাধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক- কবি ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান
(খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *