বিনোদন

জনতার নিঃশ্বাস পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
কেক কাটা, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভার মধ্য দিয়ে অনাড়ম্বর বর্ণাঢ্য আয়োজনে জামকালো পরিবেশে জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার শ্যামলী পিকনিক স্পর্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী।

পত্রিকাটির নির্বাহী সম্পাদক হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ডক্টর একেএম রিপন আনসারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন সিকদার,আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম,বিএসএনপিএস মহাসচিব শামছুল আলম,বিএসএনপিএস সহ-সভাপতি আব্দুল বাতেন সরকার, মেজর (অব.) বিএস এনপিএস এর সেন্ট্রাল কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজু, আছাদুজ্জামান,গাজীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কুতুব উদ্দিন,গাজীপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন,শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, যুগান্তর প্রতিনিধি আব্দুল মালেক,এনআরবি ব্যাংক হোতাপাড়া শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী বি.কম,জসিম উদ্দিন,মিজানুর রহমান চৌধুরী,মোশারফ হোসাইন প্রধান,এনামুল হক,শারমিন সুলতানা মিতু,মাইন উদ্দিন উজ্জ্বল, শেখ মনির হোসেন,ওবাইদুল ইসলাম,আহাদ খাঁন, রমজান আলী রুবেল,সোহেল মন্ডল, সোহাগ রানা,এলিজা পারভীন লিজা,সুমা আক্তার লু্বনা,আজিজুল হক তালুকদার,ইমরান হক,ইয়াসমিন আক্তার মায়া, কাজী আবুল হোসেন সৌরভ,হারুন অর রশিদ,আবু তাহের আকন্দ পলাশ,জুয়েল আলম,আবু হুরায়রা,আরিফুল ইসলাম,নিরব হাসান,জয় সরকার,খলিলুর রহমান,রমিজ উদ্দিন,নাসিমা আক্তার তমা,মরিয়ম আক্তার,গাজী কামরুল হাসান কাইয়ূম,রোকসানা আক্তার রুবী,শানু মোল্লা,আব্দুল হামিদ মিলন,মো. নূর আলম সরকার,মিজানুর রহমান, ওকাব সোসাইটির শাখা ব্যবস্থাপক আবুল হাসানসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. আবু বকর সিদ্দিকের হাত ধরে পত্রিকাটি এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। সেই চেতনা লালন করে আজো অবিচল সংগ্রাম করছে সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকা। আপসহীন লিখনীতে দেশের স্বার্থ এবং শান্তি সমৃদ্ধির পক্ষে সুদৃঢ় অবস্থানের কারণে পাঠকের কাছে সাপ্তাহিক জনতার নিঃশ্বাস নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখনো আলাদা সম্মান ও গুরুত্বের স্থানে রয়েছে। ক্রমেই পত্রিকাটি প্রান্তজনের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বক্তারা সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকা এতো বছর ধরে সফলতার সাথে প্রকাশনা অব্যাহত রাখায় ভূয়সী প্রশংসা করে পত্রিকাটির সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *