অপরাধ

এক কাপ চায়ের মূল্য দিতে দেরি হওয়ায় দোকানীর হাতে বাবা-ভাই সহ এসএসসি পরীক্ষর্থী আহত হয়ে যান হাসপাতালে

মোঃ নুরুন্নবী ভূঁইয়া,কুলিয়ারচর সংবাদদাতা:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কাপ চা খেয়ে চায়ের মূল্য পরিশোধ করতে বিলম্ব হওয়ায় দোকানীর হাতে এসএসসি পরীক্ষার্থী সহ বাবা-ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। জানা যায়, ডুমরাকান্দা এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে বাবুল মিয়ার চায়ের দোকান থেকে স্থানীয় রাজমিস্ত্রী বাচ্চু মিয়া এক কাপ চা খেয়ে বিকেলে বিল পরিশোধ করবে বলে বাড়ি চলে যায়। বিকেলে বিল পরিশোধ না করায় চায়ের দোকানী বাবুল মিয়া, মনির মিয়া, আক্তার মিলে ওই রাজমিস্ত্রীর বাড়িতে গিয়ে রাজমিস্ত্রীকে অতর্কীত ভাবে মারধর করতে থাকে। মারধর থেকে ফিরাতে গিয়ে রাজমিস্ত্রীর মেয়ে এসএসসি পরীক্ষার্থী মোছাঃ সুরমা আক্তার ও তার বড় ভাই বাহাদুর আহত হয়। পরে তারা বিচারের প্রত্যাশায় রাত ৮ ঘটিকায় কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আজিজের কাছে গেলে তাদের চিকিৎসার জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ নিয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে আহত পরীক্ষার্থী সুরমা আক্তারের পরিবার সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *