অপরাধ

কিশোরগঞ্জ ডিবি পুলিশের সাফল্য

পলাশ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ-
চুরাইকৃত ৫৬টি মােবাইল,নগদ টাকা ও রিচার্জ ক্র্যাচ কার্ড উদ্ধার সহ চোর চক্রের সক্রিয় ছয় সদস্য আটকরে ডিবি,কিশোরগঞ্জ। কিশােরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন বাজিতপুর বাজারে গত ইং-২০/০৫/১৯ রাত  অনুমান ০৯.১৫ হইতে ইং-২১/০৫/২০১৯
সকাল অনুমান ০৯.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে এ.বি সিদ্দিক টাওয়ার(এমপি মার্কেট) এর নীচ তলায় টেকনােপার্ক টেলিকম শাে-রুমে অজ্ঞাতনামা চোর চক্র  তালা ভাঙ্গে প্রবেশ করে শাে-রুম হতে বিভিন্ন ব্রান্ডের সর্বমােট ৫৬(ছাপ্পান্না) টি মােবাইল সেট, যাহার মূল্য অনুমান ৮,৭৩,২৫৬/- টাকা নগদ টাকা ও রিচার্জ ক্র্যাচ কার্ড চুরি করে।
কর্তৃপক্ষ সূত্রোক্ত মামলাট রুজু করলেপুলিশ সুপার, কিশােরগঞ্জ মহােদয়ের নির্দেশক্রমে গত ইং- ০২/০৭/২০১৯ তারিখে মামলাটির তদন্তভার ডিবি,
কিশােরগঞ্জ এর উপর ন্যাস্ত করা হয়।
ডিবি, কিশােরগঞ্জ কর্তৃক মামলাটি তদন্তকালীন সময়ে জনাব মােঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার), পুলিশ সুপার, কিশােরগঞ্জ মহােদয়ের নির্দেশক্রমে ডিবি কিশােরগঞ্জ এর পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মােঃ এ.কে.এম মহিউদ্দিন পিপিএম(বার) এর নেতৃত্বে ডিবি’র অন্যান্য অফিসার-ফোর্সের সহযােগিতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সহিত জড়িত আসামীদের
অবস্থান নিশ্চিত হয়।
০৭/০৮/২০১৯ তারিখ রাত ০১.২০ ঘটিকা হইতে পর দিন বিকেল ৪টা ১৫ পর্যন্ত কুমিল্লা জেলা, সিএমপি, চট্রগ্রাম এবং চট্রগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অত্র মামলার ঘটনার সাথে জড়িত ১। মােঃ শানু মিয়া (৪০), পিতা-মৃত সিরাজ মিয়া,০২। মােঃদুলাল মিয়া (৩২), পিতা-মােঃ সুরুজ মিয়া,০৩। মােঃ বাদশা মিয়া (২৫),পিতা-মৃত আব্দুল হাই,০৪। মােঃ সাহাব উদ্দিন সাহেব আলী (৩৩), পিতা-মােঃ আশরাফ আলী,০৫। মােঃ সুমন মিয়া (২৭), পিতা-মৃত মনছুর আলী, ০৬। মােঃ সােহেল মিয়া(২৯), পিতা-মােঃ নূরুল হক, চোর চক্রকে আটক করতে সক্ষম হয়।
আসামীরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন জেলায় তাহারা সুকৌশলে দোকানে চুরি করিয়া থাকে। তাহাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অদ্য ইং-০৮/০৮/২০১৯ তারিখ বিজ্ঞ আদালতে সােপর্দ করা হইয়াছে। ডিবি, পুলিশ কিশোরগঞ্জ  যানায় মামলার ঘটনার সাথে  জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও অবশিষ্ট চোরাই মােবাইল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *