জাতীয়

কুলিয়ারচরে কর্তৃপক্ষের অবহেলায় ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার প্রশ্নপত্রে প্রায় ১০০ জন পরীক্ষার্থী দিয়েছে।

মোঃ নুরুন্নবী ভুঈয়া, কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে কর্তৃপক্ষের গাফেলতির কারণে প্রায় ১শত নিয়মিত পরীক্ষার্থী বাংলা রচনা মূলক পরীক্ষা দিল ২০১৮ সালের আওতাধীন সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রের। পর্যবেক্ষক, নীরিক্ষক এমনকি পরীক্ষার্থীদেরও নজরে আসেনি বিষয়টি। পরীক্ষা শেষে বাড়ি ফিরে এক পরীক্ষার্থী বিষয়টি নজরে আনলে বিকেলে ওই পরীক্ষার্থী কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে অবগত করে। প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের খাতা দেখে এর সত্যতা খুঁজে পায়। খবরটি তাৎক্ষণিক বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে অভিভাবকেরা বিদ্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে। রাতে খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আজিজ কেন্দ্রে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট শিক্ষকদের তার কার্যালয়ে তলব করেন। শিক্ষকরা জানান, ভুল বশত প্রশ্ন পত্র পরিবেষণ করায় এমনটা হয়েছে। ইউএনও তখন শিক্ষাবোর্ডের উর্দ্ধতন কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বলেন। অবশেষে শিক্ষকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভবিষ্যতে এই ভুলের যেন আর পুণরাবৃত্তি না ঘটে। পরীক্ষার্থীদের উদ্বিগ্ন না হয়ে বাকি পরীক্ষাগুলো দিতে বলেন তিনি।
ভ্যানু- কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী সচিব মোঃ মতিয়ার রহমানের সাথে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *