Featured অপরাধ

ব্রাহ্মণবাড়িয়া এক মাসে ৫১ জন ছিনতাইকারী গ্রেফতার

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ঃ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এর নেতৃত্বে থানাধীন ২নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মুহাম্মদ হুমায়ুন কবির, এসআই রাশেদুদ জামান, এএসআই শংকর কুমার সাহা, এটিএসআই মোঃ কবির আহমদ ও এএসআই মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সদের নিয়ে গত জুন মাস ব্যাপী সন্ত্রাস ও ছিনতাই দমন অভিযান চালিয়ে শহরের কান্দিপাড়া, শিমরাইল কান্দি, অবকাশ, নয়নপুর, পুনিয়াউট, কলেজ পাড়া, দাতিয়ারা ও রেলওয়ে স্টেশন রোড এলাকা থেকে মোট ৫১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বলে ২নং পুলিশ ফাঁড়ি অফিস সূত্রে জানা যায়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ছিনতাইকারীদের গ্রেফতারের পর মামলা নং ৯(৬) ২৩, ১৬(৬) ২৩, ২১(৬)২৩, ২৬(৬)২৩, ২৭(৬)২৩ সহ আটটিরও বেশি মামলার মাধ্যমে আব্দুর রহিম (২০), মোঃ জুয়েল (৪২), মোঃ বাপ্পি মিয়া (২০), মোঃ অনিক মিয়া (২০), আবদুল আযিয (৪৮), এবাদুল্লাহ সরকার (২৭), আবিব উল ইসলাম (২৫), মোঃ ছমির মিয়া (১৯), মোঃ শিহাব (২৬), একেএম রহমত উল্লাহ (৪২), মোঃ রিয়াদ মিয়া (২১) ও মোঃ হৃদয় মিয়া (২৩)সহ ৫১ জন ছিনতাইকারীকে গত জুন মাসে গ্রেফতার করে বিচারের নিমিত্তে কোর্টে সোপর্দ করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন ২নং শহর পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নব অভিযানের সহকারি সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক, কবি ও কলামিস্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক স্বাক্ষাতে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *