রাশিয়া ফুটবল বিশ্বকাপ ২০১৮

হ্যাটট্রিক করলেই রাশিয়ায় জমি পাবেন নেইমার

ক্রীড়া ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেকে শতভাগ মেলে ধরতে পারেননি নেইমার। ৪ ম্যাচে করেছেন ২ গোল। শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেইমারের ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। ম্যাচটি হবে কাজান অ্যারেনায়। ইউরোপের দলটির বিপক্ষে হ্যাটট্রিক করতে পারলে নেইমারকে পুরস্কৃত করবেন কাজান অ্যারেনার মেয়র।

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে একখন্ড জমি উপহার দেবেন বলে ঘোষণা দিয়েছেন কাজান অ্যারেনার মেয়র আইলাসার ম্যাস্টিন। রাশিয়ার নিউজ এজেন্সি তাসকে আইলাসার ম্যাস্টিন বলেছেন, ‘নেইমার যদি একটি হ্যাটট্রিক করতে পারেন তাহলে আমরা তার জন্য স্পনসর খুঁজব। তাকে একখন্ড জমি আমরা উপহার দেব। আপনারা বুঝতে পারছেন নেইমারের দরজায় কত বড় উপহার অপেক্ষা করছে?’

নেইমারকে অনুপ্রাণিত করতেই হয়ত কাজান অ্যারেনার মেয়র এই ঘোষণা দিয়েছেন। তবে নেইমারের দিকে তাকিয়ে থাকবে পুরো ব্রাজিল। চোট থেকে ফিরে এসে সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন নেইমার। বিশ্বকাপের শুরুতে ততটা ফর্মে না থাকলেও নেইমার দিন দিন নিজেকে ফিরে পাচ্ছেন। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন।

এবার বেলজিয়ামের বিপক্ষে নিজেকে মেলে ধরার পালা। সেলেসাওরা কোয়ার্টার ফাইনাল ম্যাচ সামনে রেখে কাজান অ্যারেনায় বৃহস্পতিবার অনুশীলন করেছে। শুক্রবার ব্রাজিল-বেলজিয়াম ম্যাচটি হবে কাজান অ্যারেনায় বিশ্বকাপের শেষ ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *