জীবনযাপন

মাছ শিকার করতে গিয়ে ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে দুই জনের মৃত্যু

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধিঃ

মাছ শিকার করতে গিয়ে ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে সেলিম মিয়া (২৮) ও কামরুল খন্দকার (১৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সকালে মাছ শিকার করতে গিয়ে তাদের মৃত্যু হয়।

সেলিম মিয়া ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের আহসানউল্লাহ মিয়া এবং কামরুল খন্দকার কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের বড়ছয়সূতি গ্রামের হারুন খন্দকারের ছেলে।

এলাকাবাসী জানায়, পেশায় জেলে সেলিম মিয়া প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে মেঘনা নদীতে মাছ শিকারে যান। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

অপরদিকে একইদিন সকাল ৬টার দিকে কামরুল খন্দকার বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *