অপরাধ জাতীয়

সাভারে ৩০ কোটি টাকার ১১টি বিলাস বহুল গাড়ি জব্দ।

চিফ রিপোর্টার আশরাফ আলী বাবু : শুল্ক গোয়েন্দারা শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ১১টি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে। বুধবার বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে গাড়িগুলো আটক করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা জানায়, শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে সাভারে সিআরপিতে অভিযান চালিয়ে বিলাসবহুল ১১টি গাড়ি জব্দ করে। ডিএফআইডির নামে শুল্কমুক্ত সুবিধায় আনা ১৯টি গাড়ি দুই বছর আগে সিআরপির গ্যারেজে রাখা হয়। এর মধ্যে দুই দফায় আটটি গাড়ি সরিয়ে নেওয়া হলেও অবশিষ্ট গাড়িগুলো শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সেখানে রাখা হয়। সিআরপির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শফিক উল ইসলাম জানান, অনেক আগে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) আমাদের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করেছিল। সেই সুবাদে ২০১৬ সালের ২৭ জুন মাত্র ছয় মাসের জন্যে তারা গাড়িগুলো রেখে যায়। এরপর থেকে তারা দুই দফায় আটটি গাড়ি সরিয়ে নিলেও অন্যগুলো তারা আর নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *