জাতীয়

করোনা মোকাবিলায় ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা জোরদার

হারুন অর রশিদ, ভ্রাম্যামান প্রতিনিধি:
করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতেও দ্রæত বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। কিশোরগঞ্জের মধ্যে ভৈরব উপজেলায় করোনা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। তাই ভৈরব উপজেলাকে সম্পুর্ন লকডাউন হিসেবে ঘোষনা করা হয়েছে। ভৈরবে অন্য কোন জেলার মানুষজনদের আসা যাওয়ায় রয়েছে কঠোর বিধি নিষেধ। সেই লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ও নরসিংদী জেলার সংযোগস্থল ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সেতুতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করেছে ভৈরব হাইওয়ে পুলিশ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে থানার ওসি মামুনুর রশিদ, এসপি জিসান আহমেদ এবং সার্জেন্ট মাইদুল ইসলাম। করোনা পরিস্থিতিতে জনসাধারনের নিরাপত্তা ও চলাচলে সচেতন করতে ভৈরব হাইওয়ে থানার অফিসারদের ভুমিকা নজর কাড়ার মত। অফিসারদের সাথে কথা বললে, ওনারা জানায় পন্যবাহী, জরুরী প্রয়োজনীয় ও চিকিৎসা সংক্রান্ত যানবাহন ছাড়া অন্য কোন যাত্রীবাহী যানবাহন ভৈরবে ঢুকতে দেয়া হচ্ছেনা। করোনা মোকাবেলা জোরদার করতে তাদের এই প্রদক্ষেপ হাতে নিয়েছে বলে জানান। দেশের এই পরিস্থিতিতে সকল মানুষজনদের ঘরে থাকার আহŸান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *