অপরাধ

ভৈরবে বাছুর বিক্রি করে মহিলা মেম্বারকে টাকা দিলেন ভিক্ষুক, মেম্বার গ্রেফতার

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আত্ততায় হতদরিদ্র জনগোষ্টীর জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের সুবিধাভোগী রাহেলা বেগম (৬০) নামের এক ভিক্ষুকের কাছ থেকে ১৭ হাজার টাকা ঘুষ নেত্তয়ার অভিযোগে মোস্তাফা বেগম নামের একনারী ইউপি সদস্যা কে গ্রেফতার করেছে পুলিশ। সে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৪,৫ও৬নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্যা। এ ঘটনায় গজারিয়া ইউনিয়ন পরিষদ সচিব মুসিউজ্জামান বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন। জানাযায়, ইউপি সদস্য মোস্তাফা বেগম প্রকল্পের সুবিধা ভোগী রাহেলা বেগমের বরাদ্ধকৃত ঘর বুঝে পাত্তয়ার জন্য বৃদ্ধা ভিক্ষুক রাহেলা বেগম (৬০) এর কাছে টাকা দাবী করেন। নিরুপায় হয়ে রাহেলা বেগম তার একটি বাছুর বিক্রি করে মেম্বার কে ১৭ হাজার টাকা ঘুষ দেন। টাকা দেত্তয়ার পর ও রাহেলা বেগম কে ঘর বুঝিয়ে না দেত্তয়ায় রাহেলা বেগম উপজেলা নির্বহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। ১৮ এপ্রিল শনিবার সরজমিনে গজারিয়া ইউনিয়য়ন পরিষদে গিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করায় তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *