জাতীয়

ভৈরবে সাংবাদিকদের সাথে র‌্যাবের কমান্ডার ও অতিরিক্ত ডিআইজির মত বিনিময়সভা অনুষ্ঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ

ভৈরবে সিনিয়র সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন র্্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চল ক্যাম্পর কমান্ডার ও অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান। এ সময় তিনি বলেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র,ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আগামীতে আরো ব্যাপক অভিযান পরিচালনার জন্য ভৈরবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন। আজ বুধবার দুপুরে র্্যাব -১৪ ভৈরব ক্যাম্পে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভৈরব র্্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফি উদ্দীন মোহাম্মদ যোবায়ের সহ তার সহকর্মী গণ এবং ভৈরব প্রেসক্লাব, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি,ভৈরব টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *