রাজনীতি

করোনা মোকাবিলায় ’জাতীয় টাস্কফোর্স গঠন করা প্রয়োজন’ বিএনপি

নিজস্ব প্রতিনিধি:

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারকে পরামর্শ দিতে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে বিএনপি। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব দেন।

মির্জা ফখরুল  বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট চিকিৎসক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, সশস্ত্র বাহিনী, অন্যান্য বাহিনীর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে টাস্কফোর্সের মাধ্যমে পদক্ষেপ নিতে হবে।’

সরকারের অর্থনৈতিক প্যাকেজকে ‘শুভঙ্করের ফাঁকি’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সব মিলিয়ে ১ হাজার ৬১০ কোটি টাকা সরকারি কোষাগার থেকে বরাদ্দ করা হয়েছে। এর সঙ্গে ব্যাংক ঋণের ৩ হাজার কোটি টাকা ভর্তুকি যোগ করলে প্রণোদনা দাঁড়ায় ৪ হাজার ৬১০ কোটি টাকা। এটাই মূলত প্রণোদনা।  ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজটি শুভঙ্করের ফাঁকি মাত্র। ৪ হাজার ৬১০ কোটি টাকা জিডিপির ০.১৬ শতাংশেরও কম।’

করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজধানীসহ সারাদেশে কৃষক ও দিনমজুরদের জন্য ছয় মাসের আর্থিক প্রনোদনা দাবি করেন বিএনপি মহাসচিব। পাশাপাশি এই বিতরণ কাজে সেনাবাহিনীর মাধ্যমে পরিচালনারও সুপারিশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘গার্মেন্টস শিল্প, মৎস্যসহ বিভিন্ন সেক্টরে কোষাগার থেকে আর্থিক মূল্য মূলক প্যাকেজ ঘোষণা করা হোক। বাণিজ্যিক ব্যাংকে ডিপোজিটেট মানি নয়, ব্যাংক গ্রাহক সংখ্যার ভিত্তিতে নয়, জাতীয় টাস্কফোর্সের মাধ্যমে বণ্টন করতে হবে।’

এ সময় বিএনপি মহাসচিব সাংবাদিকদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *