বিনোদন

চলচ্চিত্র শিল্পীদের জন্য মেডিকেল টিম গঠন

স্টাফ রিপোর্টারঃ শামসুল হক মামুন
করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাণঘাতী এ ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই কাজ করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
এবার শিল্পীদের জরুরি চিকিৎসা সেবা দিতে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান। এ চিত্রনায়ক বলেন, ‘করোনা চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করেছি। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাক্তার থাকবেন। আমরা একটা ফোন নম্বর দিয়েছি, এতে ফোন করে শিল্পী সমিতির পরিচয় দিয়ে সংগঠনটির সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। তিনি আরো বলেন, ‘চলচ্চিত্রের সব শিল্পী ফোন করে নিতে পারবেন এই সেবা। কেউ গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে পাঠানো হবে সমিতির নিজ উদ্যোগে। শুধু চিকিৎসাই নয়, প্রয়োজনে ওষুধও দেওয়া হবে। কোন হাসপাতালে, কোন ডাক্তার চিকিৎসা করবেন, তা নিয়েও শিল্পীদের চিন্তা করতে হবে না।’
এই দুর্যোগ মুহূর্তে শিল্পীদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জায়েদ খান বলেন, ‘আমি সব শিল্পীদের অনুরোধ করব, আপনারা ঘর থেকে বের হবেন না। বাসায় থাকুন, সরকারের দেওয়া নিয়ম মেনে চলুন।’
করোনায় উদ্ভূত পরিস্থিতিতে স্বল্প আয়ের শিল্পীরা কঠিন সময় পার করছেন। এরই মধ্যে অসচ্ছল শিল্পীদের একাধিকবার সহযোগিতাও করেছে শিল্পী সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *