জীবনযাপন প্রবাস

কর্তব্যের অভূতপূর্ব অবহেলা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের এক ডাকপিয়ন গত ১০ বছরে হাজার হাজার চিঠি বিলি না করে একটি স্থানে জমিয়ে রেখেছে। কাজে ফাঁকি দিয়ে প্রায় ৬ হাজার চিঠি জমানোর অভিযোগে সম্প্রতি তাকে বরখাস্ত করা হয়েছে।

ওডিশা রাজ্যের ওধাঙ্গা গ্রামে চিঠি বিলির দায়িত্বে ছিলেন ওই ডাকপিয়ন।

সম্প্রতি একটি পরিত্যক্ত ডাকঘরে স্কুলের বাচ্চারা খেলতে গিয়ে ঘটনাক্রমে ওই চিঠি ও প্রিয়জনদের কাছে পাঠানো নানা জিনিসপত্রের প্যাকেট আবিষ্কার করে। ওই ডাকঘরটি কয়েকদিন আগেই নতুন স্থানে স্থানান্তরিত হয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, ডাকঘরের আঙিনায় খেলতে গিয়ে স্কুলের বাচ্চারা দেখে বড় বড় ব্যাগে চিঠি ভর্তি। তা ছাড়া, ব্যাগগুলোতে রয়েছে এটিএম কার্ড, ব্যাংক পাশবুক ইত্যাদি। এরপর তারা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে অভিভাবকরা ডাক কর্তৃপক্ষকে খবর দেয়। আবিষ্কৃত হয় কর্তব্যের অবহেলার অভূতপূর্ব ঘটনা!

হিন্দুস্তান টাইমসের খবর মতে, প্রায় ৬ হাজার চিঠি ও প্যাকেট উদ্ধার করা হয়েছে। কিছু কিছু চিঠির তারিখ ২০০৪ সালের।

প্রায় দেড় হাজার চিঠি অক্ষত উদ্ধার করা হয়েছে। বাকি চিঠিগুলো উইপোকায় নষ্ট করে ফেলেছে।

তথ্য : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *