মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি এম পি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ নাজমুল হক এস আই মোঃ মোজাম্মেল হোসেন মিয়া, এস আই মোঃ রাজীব রহমান, এস আই মোঃ আলমগীর শরীফ, এস আই পলাশ কুমার কুন্ডু, এস আই মোঃ রাশিদুল ইসলাম, এস আই মোঃ ফহেয়াত উদ্দিন (রক্তিম), এস আই মোঃ জাহিদুল ইসলাম, এস আই, মোঃ বিল্লাল হোসাইন জনী,এস আই মোঃ সাইফুল ইসলাম, এস আই মোঃ হাসান মাতুব্বর, এ এস আই মোঃ আনিসুর রহমান, এ এস আই মোঃ আব্দুল মান্নান, এ এস আই মোঃ জামাল মিয়া, এ এস আই মোঃ ইয়াকুব আলী, এ এস আই মোঃ হানিফ (২) ও এ এস আই সবুজ কুমার দাস সহ থানার সং¯িøস্ট অফিসার ও ফোর্সগণ পৃথক অপরাধ দমন আর মাদক বিরোধী অভিযান চালিয়ে গত মার্চ মাসে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১শ ৫৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ টি মাদক মামলায় ১৮ জন, সি আর ও জি আর গ্রেফতারী পরোয়ানায় ১৫ জন, চুরি, রাহাজানী, প্রতারণা ও নারী নির্যাতন সহ বিভিন্ন মামলায় ১৭জন, ডি এম পি আইনে ১শ ০৫ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে গত মার্চ মাসব্যাপী মাদক বিরোধী অভিযানে ২শ টি ইয়াবা, ৬ কেজি ৭শ ৩০ গ্রাম গাঁজা, ৪.০৫ গ্রাম হেরোইন, ৫১ বোতল ফেন্সিডিল, ১২ এ্যম্পল ইনজেকশন ও ১০ টির ও বেশী চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণ পদক পুরুস্কার প্রাপ্ত লেখক, কবি- কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।
