রাজনীতি

ভৈরবে নির্বান কে কেন্দ্র করে তুলাকান্দিতে ২ম্যাম্বারের লোকজনের মাঝে ২ দফা সংঘর্ষে ১৫ আহত

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ইউপি সদস্য মাহতাব মিয়া ও পরাজিত ইউপি সদস্য মানিক মিয়ার সমর্থকদের মাঝে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিজয়ী ইউপি সদস্য মাহতাব মিয়ার সমর্থক নারী পুরুষ সহ ১৫ জন আহত হয় এবং বেশ কয়েকটি বাড়ী ঘর ভাংচুর সহ লুটপাটের অভিযোগ পাত্তয়া গেছে। ঘটনায় আহতদের উদ্ধার করে এলাকাবাসী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এলাকাবাসী। তাদের মধ্যে জিল্লু মিয়া (৬০)নামের একজন কে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক মাহিনুল ইসলাম, স্বজন ও এলাকাবাসী জানায়, গত বুধবার সকাল ৯ টার সময় তুলাকান্দি গ্রামের পরাজিত ইউপি সদস্য মানিক মিয়ার সমর্থকরা দেশিয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে বিজয়ী ইউপি সদস্য মাহতাব মিয়ার সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায়। হামলা করে ভাংচুর চালানোর সময় প্রতিহত করতে এগিয়ে এলে উভয়ের মাঝে ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয় এতে মহিলা সহ প্রায় সাত জন আহত হয়।

অপদিকে গতকালরাতে পরাজিত ইউপি সদস্যদের লক্ষ্য করে উস্কানী মূলক মন্তব্য’কে কেন্দ্র করে গত পরশু রাতে ও এই দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয় । ওই সময় আরো ৮ জন কে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা প্রদান করা হয়। সংঘর্ষকারীরা একই বংসের সদস্য বলে জানা যায়। শিমুল কান্দি ইউনিয়ন আওয়ামী লীগে সভাপতি মোঃ আঃ আজিজ জানান উক্ত ঘটনায় মাহতাব মিয়ার ১৫ জন আহত,এর মধ্যে একজন গুরুতর আহত,রোগি বেঁচে থাকলে সামাজিক ভাবে মিমাংসা করে দিবেন বলে চেষ্টা চলছে। প্রতিপক্ষের লোকজন জানান বিজয়ী পক্ষের লোকজন আমাদের কে তিরস্কার করে বেড়ানোর কারণে উত্তেজনা তৈরী হলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ তৈরী হয় ও আমাদের বাড়ী ঘরও তারা ভাঙচুর করেন। ভৈরব থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আজ বৃহস্পতিবারও ওসি পরিস্থিতি সাবাবিক রাখার জন্য পুলিশ নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করতে দেখাগেছে।এলাকায় আতংক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *