Featured অপরাধ

মতিঝিলে ভুয়া পুলিশ অফিসার গ্রেফতার

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):  র‌্যারের পুলিশ অফিসার পরিচয় দিয়ে দুই হাজার টাকা আদায় করে পালাবার সময় ডি.এম.পি মতিঝিল থানা পুলিশ আঃ সালাম হাওলাদার (৫৭) নামে ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যাক্তি মাদারীপুর জেলাধীন খোয়ামপুর নীলচরের মোঃ খলিল হাওলাদার এর পুত্র। বর্তমানে ঢাকা মহানগরের ১২/২ খিলগাঁও থানা এলাকার বাসিন্দা। ঘটনার বিবরণে জানা যায় গত ০৫ এপ্রিল ২০২৩ ইং সুনামগঞ্জ জেলাধীন বিশম্বরপুর থানার দেবটেক মধ্যপারার মৃত হাসেম আলী পুত্র মোঃ আইয়ুব আলী (৪৫) এর সাথে মতিঝিল থানাধীন ফকিরাপুল কাচা বাজারে চলাচলের পথে গায়ে ধাক্কা লাগার বিষয়কে কেন্দ্র করে আঃ সালাম হাওলাদার ক্ষিপ্ত হয়ে নীজেকে সিলেটের র‌্যাব দপ্তরে পুলিশ অফিসার হিসাবে কর্মরত পরিচয় দিয়ে উল্লেখিত আইয়ুব
আলী ও তার সঙ্গী মজিবুর রহমানকে উচ্চ বাচ্য ও ভয়ভীতি দেখিয়ে আইয়ুব আলীর কাছ থেকে দুই হাজার (২০০০/-) টকা আদায় করে নিয়ে যায়। এ সময় আইয়ুব আলী হইচই ও চিল্লাচিল্লি করিতে থাকিলে স্থানীয় লোকজন ও টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষের কথাবার্তা শুনে আঃ সালাম হাওলাদারকে আটক করে মতিঝিল থানায় সোপর্দ করে। এ ব্যাপারে মোঃ আইয়ুব আলী বাদী হয়ে মতিঝিল থানায় মামলা নং ০৫ তাং ০৫/০৪/২৩ ইং দায়ের করেছে। থানার এস আই মীর মোঃ মজাহারুল ইসলাম মামলাটি তদন্ত করছেন বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণ পদক পুরুস্কার প্রাপ্ত লেখক, কবি- কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *