আশরাফ আলী বাবু ,চীফ রিপোর্টার: কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে আব্দুল মান্নান খান (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। জানা যায়, সাদেকপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। আজ সকালে ইউপির মাসিক সভায় যোগ দিতে তিনি সাদেকপুরের উদ্দেশ্যে রওনা করেন। সকাল ১১টার দিকে সাদেকপুর গ্রামের হিন্দুপাড়া এলাকার সুকুমারের বাড়ির কাছে পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। বাম বাহুতে গুলিবিদ্ধ আব্দুল মান্নান এ সময় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সাদেকপুর ইউপির চেয়ারম্যান সরকার শেফায়েত উল্লাহ জানান, আজ ইউপির মাসিক সভায় অংশ নিতে ইউনিয়ন পরিষদে আসার সময় দিনের বেলা প্রকাশ্যে দুর্বৃত্তরা তাকে গুলি করে আহত করে। কে বা কারা তাকে গুলি করেছে আহত মান্নান সুস্থ্য হলেই জানা যাবে। তবে তিনি অভিমত ব্যক্ত কর বলেন, ‘আমাদের প্রতিপক্ষরাই তাকে হত্যা করতে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে’। সাদেকপুর ইউপির চেয়ারম্যান সরকার শেফায়েত উল্লাহ জানান, আজ ইউপির মাসিক সভায় অংশ নিতে ইউনিয়ন পরিষদে আসার সময় দিনের বেলা প্রকাশ্যে দুর্বৃত্তরা তাকে গুলি করে আহত করে। কে বা কারা তাকে গুলি করেছে আহত মান্নান সুস্থ্য হলেই জানা যাবে। তবে তিনি অভিমত ব্যক্ত কর বলেন, ‘আমাদের প্রতিপক্ষরাই তাকে হত্যা করতে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে’। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, সাদেকপুর ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান সরকার শেফায়েত উল্লাহ এবং সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জুল হকের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধে এই পর্যন্ত পাঁচটি হত্যাকান্ডসহ কয়েকশ লোক আহত হয়েছেন। লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শত শত বাড়ি-ঘরে। উভয়পক্ষের মামলায় আসামী হয়ে ভিটে-মাটি হারিয়েছেন অসংখ্য মানুষ।
Related Articles
সেনা মোতায়েনে ইসির না
নিজস্ব প্রতিবেদক : সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। সোমবার নির্বাচন কমিশনে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে দলটির দাবির পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেন। শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আসন্ন তিন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। পরিবেশ ভালো […]
ভৈরবে সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজ শাখা মহিলা ছাত্রলীগের নির্বাহী কমিটি ঘোষণা
আব্দুল্লাহ আল মামুন, ভ্রাম্যমান প্রতিনিধি: সভাপতি সাবিহা মাহবুব প্রভা ও শারমিন শান্তা কে সাধারণ সম্পাদক করে ১০/১২/২০১৮ ইং, রোজ: সোমবার, সকাল: ১০.০০ ঘটিকায় ভৈরবের ঐতিহ্যবাহী সরকারী জিল্লুর রহমান মহিলা কলেজে ছাত্রলীগ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান লিমন। প্রধান অতিথি হিসাবে […]
বেগম জিয়ার চিকিৎসা বিষয়ে কারা কর্তৃপক্ষের অবহেলা : বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারা কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, ‘তার (খালেদা জিয়া) স্বাস্থ্যের বিষয়ে কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার দাবি জানালেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। অতিরিক্ত […]