মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধিঃ ভৈরব উপজেলার শম্ভূপুর সহ বিভিন্ন গ্রামে কয়েক দিনে শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ৫১জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শম্ভূপুর ৭ নং ওয়ার্ডের ফাড়িরঘুনাথপুরর শফিক মিয়া,মন্নান মিয়া,আলকাছ মিয়া,মোঃ রজব আলী,৭ নং ওয়ার্ড মেম্বারের শাশুড়ী, বেনচাল জহিরের স্ত্রী সহ ৭ নংওয়ার্ডের ১০ জন,এছাড়া রঘুনাথপুর, জগন্নাথপুর সহ অন্যান গ্রামের অনেক মানুষ কে শিয়ালে কামড় দিয়েছে ।
গতবুধবার, ও বৃহস্প্রতিবার ৮-৯ সেপ্টেম্বর ভোর ও সন্ধ্যায় শিয়ালের কামড়ে আহতরা স্থানীয় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শিবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ মুক্তার উদ্দিন জানান,গত বুধবার ও বৃহস্প্রতিবার ভোর ও সন্ধ্যায় তার ওয়ার্ডের ৯ জন শিয়ালে কামড় দিয়েছে,এরমধ্যে কয়েকজন গরীব মানুষ রয়েছে তাদের সরকারী ভাবে সহযোগিতা করার জন্য সরকারের দৃষ্টি কামনা করছেন তিনি।
স্থানীয়রা বলছেন, শিয়ালগুলো খাবারের খোঁজে পাড়া-মহল্লায় ঢুকছে খাবার না পেয়ে মানুষকে কামড়াচ্ছে। বর্তমানে এলাকায় মানুষের মধ্যে শিয়ালের এমন উপদ্রব নিয়ে নিয়ে আতঙ্ক বিরাজ করছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোঃ খোর্শেদ আলম এ প্রতিনিধি কে জানান আহতদের কয়েক জন কে হাপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে,হাসপাতালে ভ্যাকসিন না থাকায় অন্যকোথায় থেকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।