মোঃ শাহনুর , ভৈরব প্রতিনিধি ॥
ঈদ বিনোদণের জন্য মেঘনা নদীর তীরে ত্রি-সেতুর নিচে ভৈরব ও পার্শ্ববর্তী জেলা উপজেলা থেকে আগত হাজারো দর্শনার্থীর ঢল । দর্শনার্থীদের উপস্থিতি থাকে সকাল থেকে সন্ধা পর্যন্ত। দুর দুরান্ত থেকে বিভিন্ন যানবাহনে চড়ে দর্শনার্থীরা সকাল থেকেই শিশু কিশোরসহ নানা বয়সী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আসতে শুরু করে এ বিনোদন স্থানে। সপ্তাহ ব্যাপী উল্লেখিত স্থানে লোকজন অনন্দ উৎসব করতে এখানে এসে মিলিত হয়।
ভৈরবে সরকারি ও বেসরকারি ভাবে কোন বিনোদন কেন্দ্র না থাকায় সড়ক ও রেল সেতুর নিচ এলাকা বিনোদনকারিদের জন্য এক মাত্র আকর্ষনীয় স্থান হয়ে উঠেছে। ধর্মীয় ও জাতীয় দিবসের দিনে এখানে শিশু ও কিশোর যুবক ও বৃদ্ধাসহ সকল শ্রেনীর মানুষের মিলন মেলায় পরিণত হয়। উৎসবককে ঘিরে এ দিন লোকজন তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিনোদনকারিরা নদীদে নৌকা স্পীড বোট দিয়ে আনন্দ ভ্রমনে মেতে উঠে। এছাড়াও শিশু কিশোররা নাগর দোলা, চরকি ও ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করতে দেখঅ গেছে বিভিন্ন এলকা থেকে আগত দর্শনার্থীদেরকে। পাশাপাশি এদিনে শিশু কিশোরদেরকে আকৃষ্ট করতে হরেক রকমের পণ্য সামগ্রী ও মোখরোচক খাবারের দোকন বসিয়েছে দোকানিরা বাড়তি রোজগারের আশায়।
দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভৈরব থানা পুলিশকে সাদা ও পোষাকে টহল দিতে দেখা যায়।