জাতীয়

ভৈরবে ছেলেধরাকে কেন্দ্র করে শক্ষার্থীদের সাথে জনসচেতনতা মূলক আলোচনা

সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ছেলেধরাকে কেন্দ্র করে গুজবে কান না দিতে এবং এ বিষয়ে অভিবাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আলোচনা করেন শিক্ষার্থীদের সাথে ভৈরব থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল এগারটায় শহরের মুরশিদ মুজিব উচ্ছ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলাচনা করেন ভৈরব থানার ওসি (তদন্ত) মোঃ বাহালুল খান বাহার। সাথে ছিলেন উপ-পরিদর্শক মতিউজ্জামানসহ সঙ্গিয় ফোর্স। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ছাদেকের সভাপতিত্বে ছেলেধরা গুজবের বিরুদ্ধে সচেতন করতে শিক্ষার্থীদের সাথে এ আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণও আলোচনায় উপস্থিত ছিলেন।
ওসি তদন্ত বাহালুল খান বাহার শিক্ষার্থীদে উদ্দ্যেশ্যে বলেন, সারা দেশে ছেলেধরা গুজবে এ পর্যন্ত অনেকেই বিনা দোষে গণপিটুনি শিকার হয়ে মৃত্যু বরন করেছে। ছেলেধরা আসলেই একটি গুজব। আপনারা এগুজবে কান দেবেন না। যদি এমন কাউকে কোন রকম সন্দেহ হয় তাহলে সাথে সাথে পুলিশকে জানাবেন। আইন নিজের হাতে তুলে নিবেননা। আপনার একটি ভুলের জন্য সারা জীবন আপনাকে এর খেসারত দিতে হবে। এমনকি আপনার বিরুদ্ধে হত্যা মামলাও হতে পারে। তখন আপনাদের নিয়ে আপনাদের পিতা মাতা যে সপ্ন দেখছে তা ধুলিস্যাৎ হয়ে যাবে। অন্ধকার হয়ে যাবে আপনাদের উজ্জল ভবিষ্যত। এগুজবকে কেন্দ্র করে অনেকেই তাদের পুর্ব শত্র“তার আকোশ মেটাতে ছেলেধরার গুজবকে ব্যবহার করছে। এ সম্পর্কে আপনারা বাড়িতে গিয়ে আপনাদের বাবা মা ভাই বোনকে অবহিত করবেন। আর আপনারা স্কুল থেকে ফেরার পর অকারনে বাড়ির বাহিরে যাবেননা। আর যদি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের বাড়িে যান তাহলে অবশ্যই পিতা মাতাকে জানিয়ে যাবেন। তা না হলে আপনাদের পিতা মাতা ছেলেধরা গুজবে আপনাদের জন্য চিন্তিত থাকবেন। ছেলেধরা সম্পর্কে আপনার যদি কেউ কিছু জানতে পারেন তা হলে বিদ্যালয়ের শিক্ষক অথবা আমাদেরকে সাথে সাথে অবহিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *