নিজস্ব প্রতিনিধি: মাওলানা হাবিবুর রহমান রেজভী (৪০) রেজভীয়া দরবার শরিফের খলিফা। গত ০৭/০৪/২০১৯ ইং তারিখে কটিয়াদি থানায় একটি মামলা হয়, মামলা নং ০২/১০৯ মামলার বাদী মুফতি ইসমাইল হোসেন (৩৫) মুফতি ইসমাইল হোসেনেরর অভিযোগ, মাওলানা হাবিবুর রহমান রেজভী ধর্মীয় অনুভুতিতে আঘাত আনেন, মারপিট এবং ৭.৩০০ টাকা চুরি করেন, যার পেক্ষিতে মামলার ধারা ২৯৮/৩২৩/৩৭৯, এ ব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, হাবিবুর রহমান রেজভী একজন প্রকৃত নবী মোহাম্মদ (সাঃ) প্রেমিক এবং একজন আলেম তিনি নবীজিকে নিয়ে কুটউক্তি করার প্রশ্নই আসেনা, আর চুরি এ ব্যাপারে সবাই বুজে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হুজুরকে হেয়প্রতিপন্ন করছে। এদিকে রেজভীয়া সুন্নি সংগঠন বিভিন্ন ভিডিও বার্তায় হাবিবুর রহমান রেজভীর নিঃশর্ত মুক্তি চাইছেন। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সভাপতি, ইমাম হায়াৎ একটি সোস্যাল মিডিয়াতে একটি কমেন্স হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে ষড়যন্ত্রের নিন্দা জানিয়েছেন। রেজভীয়া দরবারের পক্ষ থেকে মাওলানা নজরুল ইসলাম রেজভী একটি ভিডিও বার্তায় বলেন, হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূন মিথ্যা ও বানোয়াট দায়ের করা মামলা থেকে মুক্তি না দিলে রেজভীয়া ঐক্য পরিষদ কঠোর আন্দোলনে যাবে বলে জানান। তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন ও জটিকা মিছিল করা হয়, উল্লেখ্য একটি ওয়াজের ভিডিও থেকে, এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা হাবিবুর রহমান রেজভীর বিরুদ্ধে ধর্মপ্রান মুসলমানদের ভুল বোজানো হচ্ছিল, তারই প্রতিবাদে হাবিবুর রহমান রেজভী আরেকটি ভিডিও বার্তা প্রদান করেন। এবং উনার নিজ বাড়িতে যাবার সময় ব্যাক্তিগত শক্রুতার জেরে তাকে বিভিন্ন প্রশ্ন এবং স্থানীয় জনতাকে ভুল বুজিয়ে হাবিবুর রহমান রেজভীর উপর চওড়াও হয়। পরে হাবিবুর রহমান রেজভী পুলিশের সহায়তায় সেখান থেকে বেড়িয়ে এলে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।
Related Articles
ভৈরবে মাছের আড়তে চিংড়ি মাছ ব্যবসায়ীকে জরিমানা
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি॥ কিশোরগঞ্জের ভৈরব নৈশ মৎস আড়তে জেলি দিয়ে চিংড়ি মাছের ওজন বৃদ্ধির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে সুজন বর্মণ নামে ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ক্ষতিকর জেল মিশ্রিত ১১০ কেজি চিংড়ি মাছও জব্দ করা হয়। মঙ্গলবার ( ১২ নভেম্বর ) রাত আটটার সময় ভৈরব নৈশ মৎস আড়তে ভ্রাম্যমান […]
”আমার জন্য তুমি মরোনা” চিরকুট লিখে গৃহবধুর আত্মহত্যা
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: ভৈরবে ফাঁসিতে ঝুঁলে শান্তা বেগম (২৬) নামে এক গৃহবধু আত্ম হত্যা করেছে। সে সৌদী প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রী। আজ সকাল এগারটার সময় ভৈরব বাজারের টিনপট্টি এলাকার হাজি করম আলী মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। জুয়েল মিয়া গত তিন মাস […]
ভৈরব ট্রমা হাসপাতালে ২ টি অক্সিজেন কনসেন্ট্রটর দিলেন চেম্বার অব কমার্স ভৈরব
মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বন্দরনগরী ভৈরবে এফবিসিসিআই-এর সহযোগিতায় দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষার জন্য অক্সিজেন কনসেট্রেটর বিতরণ করা হয়েছে। ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আজ ০৭ সেপ্টেম্বর সকাল ১১টায় ভৈরব উপজেলা মিলনায়তনে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ অনুষ্ঠিতর আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]