নিজস্ব প্রতিবেদক: রাজধানী বনানীর এফআর টাওয়ারের লাগা আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ফায়ার সার্ভিসকর্মী সোহেল রানা মারা গেছেন।
বাংলাদেশ সময় সোমবার ভোর সোয়া ৪টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বনানী অগ্নিকাণ্ড আহত সোহেল রানা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ২৮ মার্চ এফআর টাওয়ারে লাগা আগুন থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের সময়ে ল্যাডারের সিঁড়িতে আটকে সোহেলের পা ভেঙে যায়। এ সময় তিনি পেটেও গুরুতর আঘাত পান। এর পর থেকেই সোহেলকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
বনানীর আগুনে আহত হওয়ার পর দেশব্যাপী ‘ফায়ার হিরো’ হিসেবে পরিচিত পান সোহেল রানা।