জাতীয়

ভৈরবে যক্ষা রোগ নিয়ন্ত্রণ ওপিনিয়ন লিডার ওরিয়েন্টেশন

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি ॥
ভৈরবে যক্ষা রোগ নিয়ন্ত্রণ ওপিনিয়ন লিডার ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে । ডেমিয়েন ফাউন্ডেশন ও উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের যৌথ আয়োজনে আজ সোমার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুল বুল আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষন প্রদান করেন ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ( অবঃ ) মগল মিয়া । এ সময় প্রশিক্ষকরা বলেন, শুধূ কাশি হলেই যক্ষা রোগ হয়েছে এমন নয় । ২ সপ্তাহের অধিক কাশি হলে রোগীকে নিকট্স্থ যে কোন হাসপাতালে নিয়ে যক্ষা রোগের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা করাতে হবে ।  যক্ষা রোগের ঔষধ বিনামূল্যে দেয়া হয় এবং চিকিৎসায় যক্ষা ভালো হয় । তাছাড়া তারা আরো বলেন,  যক্ষা রোগ হলে শরীরে কিছু উপসর্গ দেখা দিবে । এতে যক্ষা রোগের লক্ষাণ ধরা পড়বে । আবার কোন ক্ষেত্রে এন্টিবায়োটিক ব্যবহার করে যদি শরীরের ঘাঁ না শুকায় সেক্ষেত্রে যক্ষা রোগের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে । প্রশিক্ষণে বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রসা শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষক অংশ নেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *