অপরাধ মাদক অভিযান

ভৈরব থানাধীন নাটালের মোড় থেকে ৪০ কেজি গাঁজাসহ ৪ জন কারবারী আটক

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আজ, র‌্যাব১৪, সিপিসি২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৫ নভেম্বর রাত অনুমান ১১.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আহম্মদ (২৫), পিতা মৃত শাজাহান মিয়া, সাং ব্রাহ্মণগ্রাম, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া, মোঃ ফয়েজ উল্লাহ (১৯), পিতা মোঃ রশিদ, মোঃ হৃদয় (১৯), পিতা মোঃ শহিদ, মোঃ নাসির উদ্দিন (১৯), পিতা মোঃ মহিউদ্দিন, সর্ব সাং পদ্মকোট, থানা দেবিদ্বার, জেলা কুমিল্লাগনকে আটক করেন। এ সময় ধৃত আসামীদের দখলে থাকা ১টি আসবাবপত্র ভর্তি পিকআপ তল্লাশী করে পিকআপে থাকা ১টি পুরাতন খাটিয়ার মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ৪০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতঃ জব্দ করা হয়। ধৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগন মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামীগন মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *