জাতীয়

ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক রাত হলে ডাকাত-ছিনতাই কারীদের দখলে

মোঃ নূরুন্নবী ভূইয়া, কুলিয়ারচর সংবাদদাতাঃ ভৈরব-ময়মনসিংহ মহাসড়ক রাত নামলেই ডাকাত ও ছিনতাই কারীদের দখলে চলে যায়। এই সড়কটিতে প্রতিদিনই কোন না কোন ডাকাতি কিংবা ছিনতায়ের কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। যার ফলে রাতে এই সড়কে যাতায়াত করতে গিয়ে যাত্রীরা থাকেন চরম আতঙ্কে। স্থানীয়রা বলেন, পুলিশ প্রশাসনের খাম-খেয়ালীপনা আর উদাসীন মনোভাবের ফলে এই মহাসড়কটিতে নিয়মিত ছিনতাই, ডাকাতি ও হতাহতের ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের নজরদারিতা বাড়িয়ে দিলে এই সড়কে ডাকাতি ও ছিনতায়ের ঘটনা ঘটার কথা নয়। সন্ধার পর থেকে মধ্য রাত পর্যন্ত মহাসড়কটিতে বাস, ট্রাক, সি.এন.জি ও মটর সাইকেল থামিয়ে একাধিক সংঘবদ্ধ ডাকাত দল নিয়মিত ডাকাতি করে আসছে। ভৈরবের পানাউল্লার চর, কালিকাপ্রাসাদ, পুরাতন পুলিশ ফাঁড়ি। এবং কুলিয়ারচরের লক্ষ্মীপুর, বক্তর মারা ব্রীজ, দ্বাড়িয়াকান্দি ব্রীজ, মনোহরপুর বটতলা সহ আগরপুর নামক স্থানে ঘটে থাকে ডাকাতি ও ছিনতায়ের ঘটনা। এ ব্যাপারে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সড়কটিতে নিয়মিত পুলিশের টহল চলে। এলাকাটি চোর-ডাকাতে ভরা। বিভিন্ন স্থান থেকে ডাকাত ও ছিনতাই কারীরা এসে অঘটন ঘটিয়ে চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *