জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভৈরবে নিরাপত্তা বিষয়ক র‌্যাবের বিশেষ মহড়া

মো: শাহনুর, ভৈরব প্রতিনিধি : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া প্রদর্শন করে র‌্যাব। আজ সোমবার সকালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক সহ শহরের বিভিন্ন অলিগলিতে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের শতাধিক সদস্য গাড়ি বহরের মাধ্যমে মহড়া দেয়। ভৈরব র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিউদ্দিন যোবায়ের, সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথ ও এএসপি তৌফিকুল আলমের নেতৃত্বে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়ক ও শহরের অলিগলিতে বিশেষ মহড়া চলে।
র‌্যাবের অধিনায়ক মোহাম্মদ রফিউদ্দিন যোবায়ের জানান, নির্বাচনকে সামনে রেখে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিশেষ মহড়া দেয় র‌্যাব। নিয়মিত মহড়ার মাধ্যমে সতর্ক বার্তা দেয়া হচ্ছে যেন নির্বাচনকে ঘিরে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা ও রাষ্ট্রদ্রোহ কোন অপরাধমুল কর্মকান্ড ঘটাতে না পারে সেজন্য এবং জনসচেতনতা বাড়াতে এধরণের মহড়া অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *