মাদক অভিযান

ভ্রাম্যামাণ প্রতিনিধি, মোঃ ছাবির উদ্দিন রাজু ঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৪০০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে শনিবার (১২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার এর নেতৃত্বে এস.আই মোহাম্মদ আজিজুল হক, এস.আই মোঃ আজহারুল হক, এ.এস.আই মোঃ কামরুল হোসেন ভূইয়া ও মোঃ মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক দ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন প্রস্তাবিত কুলিয়ারচর জেনারেল হাসপাতালের পেছনে জনৈক নিপা আক্তারের একতলা ভবনের উত্তর-পশ্চিম পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুলিয়ারচর পৌর এলাকার চারারবন গ্রামের জীবন মিয়ার পুত্র মোঃ সাইফুল ইসলাম (২৮) কে ৪০০ পিস ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কুলিয়ারচর থানার এস.আই মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল-১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করেন। কুলিয়ারচর থানার মামলা নম্বর-৯, তারিখ-১২/১০/২০১৯। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আরও একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, কুলিয়ারচর থানা থেকে মাদক সহ বিভিন্ন অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *