জীবনযাপন যানজট

সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট

কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে বিভিন্ন সমুদ্রবন্দরের পাশাপাশি দেশের উপকূলীয় এলাকা সমূহকেও তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলায় কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এতে সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংকটসহ নানা দুর্ভোগে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিরূপপূর্ণ আবহাওয়ার কারণে এ রুটে গত তিন দিন ধরে নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে জানান টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও প্রণয় চাকমা।

ভারপ্রাপ্ত ইউএনও বলেন, গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টেকনাফের উপকূলীয় এলাকার সাগর উত্তাল রয়েছে। এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর বিভিন্ন সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলে।

‘‘এতে সেই সঙ্গে দেশের বিভিন্ন সমুদ্র উপকূলীয় এলাকা দিয়ে চলাচলকারী নৌযান সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দেয়।

‘‘এ নিয়ে গত শুক্রবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধের জন্য প্রশাসন নির্দেশ প্রদান করে। রোববার সারা দিন এ রুটে নৌযান চলাচল বন্ধ ছিল।’’

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।

‘‘এটি আরো ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।’’

এতে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার শংকায় কক্সবাজারসহ বিভিন্ন সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে জানান এ আবহাওয়া কর্মকর্তা।

আব্দুর রহমান বলেন, ‘‘বিরূপ আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলার এবং উপকূলীয় এলাকার দিয়ে চলাচলকারী নৌযান সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়।’’

গত তিন দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপবাসী নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর সংকটসহ নানা দুর্ভোগে রয়েছেন বলে জানান সেন্টমার্টিনের স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ।

ইউপি চেয়ারম্যান বলেন, দেশের মূল-ভূখন্ডের সঙ্গে যোগাযোগের এ নৌ-রুটই একমাত্র অবলম্বন। গত তিন দিন ধরে এ রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাজারে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকট। অসুস্থ রোগীদের চিকিৎসাসহ নানা প্রয়োজনে যাতায়ত করতে না পারায় স্থানীয় বাসিন্দারা রয়েছেন দুর্ভোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *