জীবনযাপন

মুরাদনগরে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ (তদন্ত) কর্মকর্তার মৃত্যু

মো: নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) মোকাদ্দেস
হোসাইন (৪৯) মারা গেছেন। তাঁর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার
বিজলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। মোকাদ্দেস
হোসাইন মুরাদনগর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার
বিকেল ৫টার দিকে ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন
অবস্থায় তিনি মারা যান।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম পুলিশ কর্মকর্তা
মোকাদ্দেস হোসাইনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, মুরাদনগর থানায় কর্মরত অবস্থায়
মোকাদ্দেস হোসাইন শুক্রবার ভোর ৫টার দিকে অসুস্থবোধ করলে তাকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কুমিল্লা জেলা হৃদরোগ
হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিরপুর
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায়
ওইদিন বিকেল ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
পুলিশ কর্মকর্তা মোকাদ্দেস হোসাইন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক
আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে তার নিজ এলাকা বিজলিয়া
ও মুরাদনগর থানায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *