সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বাস মালিক ও শ্রমিকরা অনৈতিকভাবে পরিবহন বন্ধ রেখেছে বলে মন্তব্য করেছেন নগর পরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দীন আহমেদ। সময় সংবাদকে তিনি আরো বলেন, ‘পাল্টা-পাল্টিভাবে রাস্তায় নামলে শুধু নাগরিক দুর্ভোগ বাড়াবে।’ এজন্য সরকারকে বাস মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরিরও আহ্বান জানান তিনি।
নগর পরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দীন আহমেদ বলেন, ‘দীর্ঘদিনের প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার প্রতিকার না করতে পারার ব্যর্থতার কারণে আজকের এই অবস্থা। দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জিভূত হয়ে শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়নের কোনো খবর নেই।’
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের বলবো, তোমরা স্কুলে ফিরে যাও। কারণ এই পরিস্থিতির জন্য দেশের অনেক টাকা নষ্ট হচ্ছে। আলাপ আলোচনা ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। সরকার যতই বলুক আইনের মাধ্যম এর প্রতিকার করবো, সেটি সম্ভব হবে না। জোর দিয়ে কোনো কিছু বন্ধ করা যাবে না। আলোচনার মাধ্যমেই এর সমাধান করতে হবে।’
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে নমনীয় হওয়া উচিত। তাই শ্রমিকদের ধর্মঘট না ডেকে দেশের মানুষের জন্য, রোগীদের জন্য তা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’