অপরাধ

র‌্যাব-৩ এর পৃথক অভিযানে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২৩ জন ছিনতাইকারী গ্রেফতার

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):
র‌্যাব-৩, সি.পি.সি টিকাটুলীর সংশ্লিষ্ট ৭টি অভিযানিক দল পৃথক ৭টি অপরাধ দমন অভিযান চালিয়ে ১ দিনে ঢাকা মহানগরীর পল্টন মডেল থানায়, শাহবাগ থানা, শাহজাহানপুর থানা, হাতিরঝিল থানা ও যাত্রাবাড়ী থানা সমূহের এলাকা থেকে ৪টি চাপাতি, ১৬টি চাকু, ৩টি বেøড, ২৫টি মোবাইল ফোন ও ১৭টি সীম কার্ড সহ ২৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। র‌্যাব-৩ এর মিডিয়া সূত্রে জানা যায় ১ম অভিযানে ডি.এম.পি শাহবাগ থানা এলাকা থেকে ২০টি মোবাইল ফোন ও ১৭টি সীম কার্ড সহ ভোলা জেলার মোঃ শাহজাহান(৩৫), শরীয়তপুর জেলার মোঃ শাওন(২২) কে, ২য় অভিযানে শাহবাগ থানা এলাকা থেকে ৩টি চাকু সহ কুমিল্লার সুজন(২২) পটুয়াখালীর সজল(২৫), শরীয়তপুরের মোঃ আরিফ(২০) কে, ৩য় অভিযানে পল্টন মডেল থানার এলাকা থেকে ২টি চাকু, ২টি বেøড ও ১টি মোবাইল ফোন সহ পটুয়াখালীর মোঃ হৃদয় মৃধা রাসেল(২৬), বরগুনার মোঃ রিপন(৩৫) কে, ৪র্থ অভিযানে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৩টি চাকু ও ১টি চাপাতি সহ ফরিদপুরের মোঃ জাবেদ(৩২), নোয়াখালীর মোঃ আরিফ হোসেন(২৮), শরীয়তপুরের মোঃ আক্তার(৪৫), কিশোরগঞ্জের মোঃ মাছুম(৩২) কে, ৫ম অভিযানে শাহজাহানপুর থানা এলাকা থেকে ২টি চাপাতি সহ কুমিল্লার বাবুল মিয়া(২৭), জামালপুরের নাজু মিয়া(২৫), জামালপুর জেলার মোঃ সুজন(২২) কে, ৬ষ্ঠ অভিযানে হাতিরঝিল থানা এলাকা থেকে ২টি চাপাতি, ৩টি চাকু ও ৪টি মোবাইল সহ মাদারীপুরের মোঃ রাসেল(২০), ফরিদপুরের মোঃ কাউছার ইসলাম(১৯), জামালপুরের মোঃ শুভ(২০), চাঁদপুরের মোঃ সুজন(১৯), পটুয়াখালী মোঃ আকাশ মোল্লা(২০) কে, ৭ম অভিযানে ডি.এম.পি শাহজাহানপুর থানা এলাকা থেকে ৩টি চাকু, ২টি বেøড সহ নারায়ণ গঞ্জের মোঃ শাওন চৌধুরী(১৯), ময়মনসিংহের মোঃ জনি(১৯), কুমিল্লার মোঃ রনি মিয়া(২৫) ও ময়মনসিংহের মোঃ হৃদয়(২০) কে গ্রেফতার করা হয়। উল্লেখিত ৭টি অভিযানিক দল উল্লেখিত ৭টি থানায় পৃথকভাবে গত ৮মে মামলা দায়ের করেছেন বলে র‌্যাব-৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যাবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত লেখক-কবি ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *