আওয়ামীলীগ জাতীয়

ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে

কাজী ফয়সাল, বিশেষ প্রতিনিধি:  ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ‘ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তাহলেই ভোটের অধিকার ফিরে পাওয়া যাবে। তা না হলে বর্তমান সরকার জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেবে না।’ মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আমি ভোট দিতে চাই’ ব্যানার নিয়ে গণমঞ্চ আয়োজিত মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই উপদেষ্টার মন্তব্য, ‘আমরা বিশ্বাস করি গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার, উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তন। কিন্তু আজ গুটিকয়েক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, জনগণের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য দেশে সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর তত্ত্বাবধায়ক সরকার আনতে হলে আন্দোলন ছাড়া অন্য কোনও রাস্তা নাই। এই লড়াই শুধু বিএনপির জন্য নয়। এই লড়াই জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই।’
আব্দুস সালামের ভাষ্য, ‘তত্ত্বাবধায়ক সরকার যদি না দেওয়া হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ যা করেছিল আমরাও তাই করবো। আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরাও তাই করবো।’
গণমঞ্চ’র সমন্বয়ক কে এম রকিবুল ইসলাম রিপনের প‌রিচালনায় মানববন্ধ‌নে ছি‌লেন শওকত আজিজ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, অধ্যক্ষ সেলিম মিয়া, আরিফা সুলতানা রুমা, ইয়াকুব সরকারসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *