আন্তর্জাতিক প্রবাস

সিরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার দক্ষিণাঞ্চলে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। সরকারি বাহিনীর দখলে থাকা সুয়েইদা শহরে এ হামলার ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও পর্যবেক্ষকরা জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়ে থাকতে পারে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, নিহতদের অধিকাংশ সরকার সমর্থিত যোদ্ধা।

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার সরকার দেশটির দক্ষিণাঞ্চলীয় অধিকাংশ এলাকা বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করেছে।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘বিস্ফোরক বেল্ট পরিহিত তিন হামলাকারী সুয়েদা শহরে বোমার বিস্ফোরণ ঘটায় এবং উত্তর ও পূর্বের কয়েকটি গ্রামেও বিস্ফোরণ ঘটেছে।’

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সুয়েদার একটি মার্কেটে বিস্ফোরণ ঘটিয়েছে এক হামলাকারী। বোমার বিস্ফোরণ ঘটানোর আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। সন্ত্রাসীরা শহরের উত্তর-পূর্বের আরো তিনটি গ্রামে হামলা চালিয়েছে।

সানার প্রতিবেদনে অবশ্য হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।

সরকারি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সুয়েদার পূর্ব দিকে আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে সরকারি বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *