Featured জীবনযাপন

মুরাদনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

উদ্বোধন শেষে কাজী নজরুল মিলনায়তনে মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি।

শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: এনামুল হক, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, আবু মুসা আল কবির, গোলাম কিবরিয়া খোকন, শিমুল বিল্লাল, শুকলাল দেবনাথ, কামাল উদ্দিন খন্দকার, আবুল বাশার খান, রহিম পারভেজ, মোঃ তৈয়বুর রহমান তুহিন, মোহাম্মদ ইকবাল সরকার, মোঃ আরমান প্রমুখ।

আগামী ১৯ সেপ্টেম্বর কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর মহদয়ের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উন্নয়ন মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *