জীবনযাপন

মুরাদনগরে জাতীয় সমবায় দিবসের বনার্ঢ্য র‌্যালি

মো. নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) থেকে :
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার
মুরাদনগরেও ৫০তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে
পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে
একটি বনার্ঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া
মমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য উপজেলা সমবায়
কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা ফ্যাসিলেটর জাহিদুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান
জসিম উদ্দিন, শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী,
বিআরডিবির পরিচালক সফিকুল ইসলাম, সমবায়ীদের পক্ষ থেকে সম্পাদক বিল্লাল হোসেন,
আবু ছাদেক, মনির হোসেন, বাহেরা বেগম।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও সমবায় পরিদর্শক রফিকুল ইসলামের
উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক
সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক শামীম আহম্মেদ, এন এ মুরাদ ও ফয়জুল ইসলাম ফয়সাল
প্রমুখ।
আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের মুয়াজ্জিন
মাওলানা আমজাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *