মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডিএমপি মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত খান এর নেতৃত্বে এস.আই মোঃ সফিকুল ইসলাম আকন্দ এস.আই হাবিজ উদ্দিন, এস.আই মিন্টু কুমার, এস.আই মোঃ সোলাইমান গাজী, এস.আই মোঃ নুরে আলম, এস.আই মোঃ ফারুক হোসেন, এস.আই মোঃ ইসমাইল হোসেন, এ.এস.আই মোঃ হেলাল উদ্দিন ও এ.এস.আই মোঃ রতন মিয়া সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ পৃথক অপরাধ দমন এবং মাদক বিরোধী অভিযান চালিয়ে গত মে মাসে মোট ২৪ ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের নিমিত্তে কোর্টে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ৮জন ও ডিএমপি আইনে ১জন এবং অন্যান্য মামলায় বাকি ১৫ জনকে গ্রেফতার করা হয়। মাদক মামলায় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১শ’টি ইয়াবা, ৩ গ্রাম হিরোইন, ৩৭৫ গ্রাম গাঁজা এবং ১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যাবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত লেখক-কবি ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
নরসিংদীর বেলাব উপজেলার কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ধানের ক্ষেতে শত শত কৃষক পার্চিং স্থাপন করেন
রাজু মিয়া, স্টাফ রিপোর্টার: ক্ষেতে ধান লাগানোর পরপরই পার্চিং (কঞ্চি বা ডাল স্থাপন) করতে হবে। কারণ ক্ষেতে পার্সিং বা কঞ্চি পুতে দিলে সেখানে পাখি বসে বিশ্রাম করে। বিশ্রামের ফাঁকে পাখি খাবার খোঁজে। পার্সিং দিলে মাজরা পোকা ডিম পারার আগেই পাখি তা খেয়ে ফেলে। এর ফলে ক্ষেতে পোকার আক্রমণ হয় না। কীটনাশক-বিষও লাগে না। এক কাঠা জমিতে […]
কুলিয়ারচরে কর্তৃপক্ষের অবহেলায় ২০১৮ সালের এস.এস.সি পরীক্ষার প্রশ্নপত্রে প্রায় ১০০ জন পরীক্ষার্থী দিয়েছে।
মোঃ নুরুন্নবী ভুঈয়া, কুলিয়ারচর প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে কর্তৃপক্ষের গাফেলতির কারণে প্রায় ১শত নিয়মিত পরীক্ষার্থী বাংলা রচনা মূলক পরীক্ষা দিল ২০১৮ সালের আওতাধীন সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্রের। পর্যবেক্ষক, নীরিক্ষক এমনকি পরীক্ষার্থীদেরও নজরে আসেনি বিষয়টি। পরীক্ষা শেষে বাড়ি ফিরে এক পরীক্ষার্থী বিষয়টি নজরে আনলে বিকেলে ওই পরীক্ষার্থী কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে অবগত করে। প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের […]
ভৈরবে পরিবহন শ্রমিকদের মাঝে পুলিশের লিফলেট বিতরণ
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় সড়ক আইন মেনে চলি নিরাপদে বাড়ী ফিরি এ লক্ষে আজ দুপুর একটা থেকে পরিবহন শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরন করেন ভৈরব থানা পুলিশ । এ সময় ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজোয়ান দিপু ভৈরবখানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, […]