অপরাধ

বংশালে নির্মাণাধীন ভবন থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):
পুরান ঢাকার বংশাল থানাধীন ৩১ আগামসি লেনস্থ নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে গত ২০ জুন রাতে ইমন(১২) নামে এক (কিশোর) স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইমন ৫৯/১, আগামসি লেনের বাসিন্দা মোঃ বাবুল মিয়া(৫৫) এর ছেলে এবং আহম্মেদ ভাওয়ানী স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। ঘটনার খবর পেয়ে ডিএমপি চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইলিয়াস হোসেন ও ডিএমপি বংশাল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সঙ্গীয় অফিসারদের নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেন। গতকাল বিকাল ৫ টায় বংশাল থানার ওসি আবুল খায়ের এর সাথে সাক্ষাতে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান “এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, বিষয়টি তদন্তনাধীন, এখনই বিস্তারিত বলা যাচ্ছে না”। মামলার বিবরণে জানা যায় গত ১৯ জুন সন্ধ্যা ৭ টায় ইমন তার চাচা বিল্লালের খাবার নিয়ে বঙ্গবাজারস্থ রোজ গার্ডেনের দ্বিতীয় তলায় গোডাউনে চাচার খাবার দিয়ে আর বাসায় ফিরেনি। রাত সাড়ে ৮ টার পর ০১৪০৭২৪৪৮০৯ নাম্বার থেকে ইমনের বাবার মোবাইল নম্বর ০১৭১২-০৯৩৭০৫ নাম্বারে ফোন করে অজ্ঞাত ব্যক্তি জানায় ইমন তার কারখানার এক ছেলের মাথা ফাটিয়েছে। সে ছেলেটিকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। তার ঐ নাম্বারে টাকা পাঠাতে বলে। এ সময় বাবুল মিয়া তার ছেলে ইমনের কথা জানতে চাইলে ঐ ব্যক্তি বলে ইমন উপরে গেছে, আসলে কথা বলবে। এর পরক্ষণেই ফোনটি বন্ধ পাওয়া যায়। এমতবস্থায় রাত ৩টা পর্যন্ত ইমনকে খুজে না পেয়ে তার বাবা বংশাল থানায় জিডি নাম্বার ১০৬৪, তাং-২০/০৬/২০২১ লিপিবদ্ধ করেন। অতঃপর ইমনকে খোঁজাখুজির এক পর্যায়ে ২০ জুন বিকাল ৪টা ৩০ মিনিটের সময় কালো রশি দিয়ে পেঁচানো, নাকে মুখে রক্তাক্ত জখম ও চোখ ফুলা অবস্থায় ৩১ নং আগামসি লেনস্থ উল্লেখিত ভবনের ৫ম তলায় ইমনের লাশ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে ইমনের সুরত হাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ইমনের বাবা বাবুল মিয়ার ভাষ্যমতে ১৯ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ২০ জুন রাত ৮টা ৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাত খুনি পরিকল্পিতভাবে ইমনকে হত্যা করেছে। এ ব্যাপারে বংশাল থানায় মামলা নং ৪৩, তাং-২১/০৬/২০২১ইং, ধারা ৩২০/৩৪ দঃ বিঃ দায়ের করা হয়েছে। থানার এস.আই মোঃ রাশিদুল হাসান মামলাটির তদন্ত করছেন বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যাবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত লেখক-কবি ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *